শূন্য আসনে ফের ভর্তির সুযোগ- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আমার শহর ডেস্ক
Thumbnail image

২০২৪-২৫ শিক্ষাবর্ষে কৃষি গুচ্ছের শূন্য আসনের জন্য অপেক্ষমান শিক্ষার্থীদের ফের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। আগামীকাল থেকে ফি জমাদান, ফলাফল প্রকাশ, ভর্তিসহ অন্যান্য কার্যক্রম চলবে। কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য-সচিব ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমান তালিকা থেকে শূন্য আসনের দশগুন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ করা হবে। এর মধ্যে যে সব ছাত্র-ছাত্রী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাদেরকে অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফি-এর প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে।

শূন্য আসনের দশগুন ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশের কারণে যদি শূন্য আসনের চেয়ে বেশী সংখ্যক ছাত্র-ছাত্রী টাকা জমা দেয় এবং তাদেরকে ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাদের পরবর্তীতে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছে সেই মোবাইল নম্বরে জমা দেয়া টাকা ফেরত প্রদান করা হবে। ১৪ থেকে ১৬ অক্টোবর এ কার্যক্রম চলবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত