একজন গুণী মানুষ দেশকে বদলে দিতে পারে- ইউসুফ মোল্লা টিপু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেছেন, একজন মেধাবী, একজন গুণী মানুষ দেশ, সমাজ ও জাতিকে বদলে দিতে পারে। আপনারা যারা আজকে এখানে উপস্থিত আছেন, আপনাদের হাত ধরে দেশ ও জাতি এগিয়ে যাবে। মাদককে আমরা না বলব। মাদক মুক্ত কুমিল্লা, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আজকে আমাদের এই আয়োজন।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টায় কুমিল্লা মহিলা সরকারি কলেজ অডিটোরিয়ামে বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত চলো পাল্টাই মাদকবিরোধী সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, একজন মাদকসেবীর কারণে একটি পরিবার ধ্বংসের শেষ পর্যায়ে চলে যায়। তার কারণে তার বাবা-মা, ভাই-বোন যেমনিভাবে সমাজের কাছে ছোট হয়, তেমনিভাবে নিজের কাছেও নিজেকে ছোট মনে হয়। এই জন্য আমরাও চাই কোন পরিবারের যেন মাদকসেবী না থাকে। যে এলাকাতেই মাদক ব্যবসায়ী থাকবে আমরা সকলে সম্মিলিতভাবে এই ব্যবসাটিকে প্রতিহত করব এবং সামাজিকভাবে তাদেরকে বয়কট করব। তারপর দেখবেন আস্তে আস্তে যখন মাদক বিক্রি কমে আসতে থাকবে এবং যারা মাদকসেবী আছেন তারাও আস্তে আস্তে পরিবর্তন হতে থাকবে। আসুন আমরা সকলে মাদককে না বলি, মাদকমুক্ত নগর, মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসনাত আনোয়ার উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা ছিলেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর এ,কে, এম জহিরুল আলম, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, বুড়িচং উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হামজা তরুণ,

এবি পার্টি কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও জি,এম,সামদানি, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ কে এম সাহেব (পান্না), গোল্ডেন স্পুনের ম্যানেজিং ডিরেক্টর রবিউল হক শামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈশাখী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোহাম্মদ আতাউর রহমান জুয়েল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. হেদায়েত রাসূল মুসু। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সঙ্গীতশিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত