ডাকসু নির্বাচন আজ
গাজীউল হক সোহাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় নির্বাচনী আচরণবিধি নিয়ে এক পক্ষের সংবাদ সম্মেলন। অন্যান্য প্রার্থীরা ডাকসু ভবনের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন। টেলিভিশন চ্যানেলের গাড়ির জটলা। কে জিতবেন, প্রস্তুতি কেমন? চলছে কথার পিঠে কথা। সন্ধ্যায় কথা হয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলার কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে। নির্বাচন নিয়ে তাঁরা জানিয়েছেন, অনেক সমীকরণ ও যদি কিন্তুর নির্বাচন এটি। টাকা বিলানোরও অভিযোগ আছে। একটি প্যানেলের পক্ষে ব্যাংকের কর্মকর্তারাও কৌশলে কাজ করছেন। তারা হলগুলোতে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে নানা ধরনের প্রলোভন দিচ্ছেন। তবে প্যানেল ভোট ও আঞ্চলিকতার ভোট সমীকরণে বড় নিয়ামক হবে। এমন তথ্য মিলেছে। সন্ধ্যার পর হাকিম চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কথা হয়, বাংলা ও রসায়ন বিভাগের দুই ছাত্রের সঙ্গে। তাঁরা বলেছেন, কুমিল্লার আবিদের কথা। ছাত্রদলের ভিপি প্রার্থী মো আবিদুল ইসলাম খানের কথা। প্রচার- ণায় এগিয়ে তিনি। জিএস প্রার্থী বাকেরও আছেন। বেশির ভাগ প্যানেে লর প্রার্থীদের ভয় প্রলোভনে যদি ভোট পড়ে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ঐতিহ্য ও চেতনা হারাবে। তবে কুমিল্লার প্রার্থীদের জন্য তারা ভোট চেয়েছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ডিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন বাংলাদেশ পণতান্ত্রিক ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ি বরুড়া উপজে- লার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে। আজ ডাকসু নির্বাচনে তাঁদের অগ্নি পরীক্ষা ।
ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের বাবার নাম আনোয়ারুল ইসলাম খান। তাঁর বাবা বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন।
ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের বাবার নাম আনোয়ারুল ইসলাম খান। তাঁর বাবা বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন। আবিদুর মুরাদনগর উপজেলার দৌলত- পুর দরবার শরীফের পীর মরহুম ইয়াকুব আলীর নাতি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক । তিনি ভাতেশ্বর গ্রামের প্রয়াত মোজাম্মেল
হোসেন মজুমদার ও রাজিয়া সুলতানার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে বাকের চতুর্থ। বাকেরের ডাক নাম সাকিব। পরিবারের সদস্য ও এলাকার সহপাঠীদের কাছে তিনি 'সাকিব' নামে পরিচিত।
আবু বাকের মজুমদার বরুড়া উপজেলার সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০১৯-২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যা- লয়ের ভূতত্ত্ব বিভাগে ভর্তি হন। ছাত্রজ- নতার বিপ্লবের সময় বাকের সম্মুখযোদ্ধা
ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্যসচিবও ছিলেন ।
সন্ধ্যায় ছাত্রদলের ভিপি প্রার্থী মো আবিদুল ইসলাম খান বলেছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। একই বক্তব্য আবু বাকের মজুমদারেরও। তিনি বলেন, আমাদের আন্দোলনে দেশে ভোটের অধিকার ফিরে আসছে। শিক্ষার্থীরা আমাদের রায় দেবেন। রাত নয়টায় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে । চারুকলার সামনে তা দেখা গেছে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ভুয়া পরিচয়পত্র
বানিয়ে বহিরাগতদের ভোটের দিন ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ভোটের দিনে বহিরাগতমুক্ত পরিবেশ চাই ।
ঘড়ির কাঁটায় বিকেল সাড়ে চারটা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় নির্বাচনী আচরণবিধি নিয়ে এক পক্ষের সংবাদ সম্মেলন। অন্যান্য প্রার্থীরা ডাকসু ভবনের সামনে সাক্ষাৎকার দিচ্ছেন। টেলিভিশন চ্যানেলের গাড়ির জটলা। কে জিতবেন, প্রস্তুতি কেমন? চলছে কথার পিঠে কথা। সন্ধ্যায় কথা হয় বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা জেলার কয়েকজন শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের সঙ্গে। নির্বাচন নিয়ে তাঁরা জানিয়েছেন, অনেক সমীকরণ ও যদি কিন্তুর নির্বাচন এটি। টাকা বিলানোরও অভিযোগ আছে। একটি প্যানেলের পক্ষে ব্যাংকের কর্মকর্তারাও কৌশলে কাজ করছেন। তারা হলগুলোতে নিজেদের প্রার্থীকে বিজয়ী করতে নানা ধরনের প্রলোভন দিচ্ছেন। তবে প্যানেল ভোট ও আঞ্চলিকতার ভোট সমীকরণে বড় নিয়ামক হবে। এমন তথ্য মিলেছে। সন্ধ্যার পর হাকিম চত্বর ও কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কথা হয়, বাংলা ও রসায়ন বিভাগের দুই ছাত্রের সঙ্গে। তাঁরা বলেছেন, কুমিল্লার আবিদের কথা। ছাত্রদলের ভিপি প্রার্থী মো আবিদুল ইসলাম খানের কথা। প্রচার- ণায় এগিয়ে তিনি। জিএস প্রার্থী বাকেরও আছেন। বেশির ভাগ প্যানেে লর প্রার্থীদের ভয় প্রলোভনে যদি ভোট পড়ে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তার ইতিহাস ঐতিহ্য ও চেতনা হারাবে। তবে কুমিল্লার প্রার্থীদের জন্য তারা ভোট চেয়েছেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ডিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার বাখরনগর গ্রামে। জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন বাংলাদেশ পণতান্ত্রিক ছাত্রসংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আবু বাকের মজুমদারের গ্রামের বাড়ি বরুড়া উপজে- লার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে। আজ ডাকসু নির্বাচনে তাঁদের অগ্নি পরীক্ষা ।
ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের বাবার নাম আনোয়ারুল ইসলাম খান। তাঁর বাবা বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন।
ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খানের বাবার নাম আনোয়ারুল ইসলাম খান। তাঁর বাবা বাখরনগর উচ্চ বিদ্যানিকেতনের শিক্ষক ছিলেন। আবিদুর মুরাদনগর উপজেলার দৌলত- পুর দরবার শরীফের পীর মরহুম ইয়াকুব আলীর নাতি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার গণতান্ত্রিক ছাত্রসংসদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক । তিনি ভাতেশ্বর গ্রামের প্রয়াত মোজাম্মেল
হোসেন মজুমদার ও রাজিয়া সুলতানার ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে বাকের চতুর্থ। বাকেরের ডাক নাম সাকিব। পরিবারের সদস্য ও এলাকার সহপাঠীদের কাছে তিনি 'সাকিব' নামে পরিচিত।
আবু বাকের মজুমদার বরুড়া উপজেলার সোনাইমুড়ি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও আড্ডা ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি ২০১৯-২০২০ সালে ঢাকা বিশ্ববিদ্যা- লয়ের ভূতত্ত্ব বিভাগে ভর্তি হন। ছাত্রজ- নতার বিপ্লবের সময় বাকের সম্মুখযোদ্ধা
ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্যসচিবও ছিলেন ।
সন্ধ্যায় ছাত্রদলের ভিপি প্রার্থী মো আবিদুল ইসলাম খান বলেছেন, তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। একই বক্তব্য আবু বাকের মজুমদারেরও। তিনি বলেন, আমাদের আন্দোলনে দেশে ভোটের অধিকার ফিরে আসছে। শিক্ষার্থীরা আমাদের রায় দেবেন। রাত নয়টায় ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশ পথে ঢুকতে দেওয়া হচ্ছে না কাউকে । চারুকলার সামনে তা দেখা গেছে। এদিকে বিকেলে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা বলেন, ভুয়া পরিচয়পত্র
বানিয়ে বহিরাগতদের ভোটের দিন ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা ভোটের দিনে বহিরাগতমুক্ত পরিবেশ চাই ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। সুশীল সমাজ ও শিক্ষক সমাজের প্রতিনিধিদের নিয়ে অংশীজনের সঙ্গে এ সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবলায়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
১৬ ঘণ্টা আগেকোন নির্বাচনী এলাকায় কোন প্রার্থীকে গ্রিন সিগন্যল বা সবুজ সংকেত দেওয়া হয়নি। প্রত্যাশীদের মধ্যে দলীয় নানা কার্যক্রমে যার পারফরমেন্স ভালো তাকেই প্রার্থী হিসেবে মনোনীত করা হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
১৯ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
২০ ঘণ্টা আগে