অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা হামদান বালালকে আটক করেছে ইসরায়েল

আমার শহর আন্তর্জাতিক ডেস্ক
Thumbnail image

অস্কারজয়ী ফিলিস্তিনি নির্মাতা হামদান বালালকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল সোমবার অবরুদ্ধ পশ্চিমতীর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন অধিকারকর্মীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমতীরে ফিলিস্তিনি ও অবৈধ বসতি স্থাপনকারী ইসরায়েলিদের (সেটেলার) মধ্যে এক সংঘর্ষের জেরে হামদানকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছর অস্কারজয়ী সিনেমা ‘নো আদার ল্যান্ড’ এর চারজন পরিচালকের একজন তিনি। গতকাল সোমবার পশ্চিম তীরের সুসিয়া গ্রামে তার বাড়ি ঘিরে ফেলে সেটেলাররা।

সেন্টার ফর জিউইশ ননভায়োলেন্স গ্রুপের উপ পরিচালক যুবাল আব্রাহাম বলেন, হামদান বালালকে মারধর করে আটক করেছে সেনারা। আর ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনজন ফিলিস্তিনি তাদের ওপর পাথর নিক্ষেপ করায় আটক করা হয়েছে।

সংগঠনটি থেকে জানানো হয়, প্রায় ১২ জন মুখোশধারী সেটেলার সুশিয়া গ্রামে সন্ধ্যা ছয়টার দিকে হামলা চালায়। তারা বিষয়টি নিয়ে অনুসন্ধান করতে গেলে হামলা শিকার হন।সেটেলাররা তাদের গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং লাঠি দিয়ে মারধর করে।

যুবাল আাব্রাহাম বলেন, তাদের লোকজন আহত হয়েছেন এবং সম্পদের ক্ষতি হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত