‘শিক্ষার্থীরা হবেন হাত ধোয়ার নায়ক’

হাত ধোয়া শিখছে শিশুরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৪: ৩২
Thumbnail image

সামনে হাত ধুচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশলীরা। তাদের সঙ্গে হাত ধোয়ার প্রশিক্ষণ নিচ্ছেন শিশুরাও। লম্বা সাঁড়িতে দাঁড়িয়ে হাত ধোয়ার এই প্রশিক্ষণের প্রদর্শনী করা হয় কুমিল্লা নগরের গুলবাগিচা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

কুমিল্লায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়ার এ প্রদশর্নী অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায়। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে নগরের গুলবাগিচা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই আয়োজন করা হয়।

হাত ধোয়ার ‘নায়ক হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে হাত ধোয়া প্রদশর্নীতে সভাপতিত্ব করেন গুলবাগিচা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মাৎ হাছিনা আক্তার। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন। এসময় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ, সহকারী প্রকৌশলী মো. ইউসুফ মোল্লা।

এসময় বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, যে সবচেয়ে সুন্দর করে হাত ধুতে পারবে সে-ই হবে নায়ক। ৬টি পদ্ধতিতে হাত ধুয়ে তোমরাও নায়ক হতে পারবে। হাত থেকেই জীবানুরা আমাদের শরীরে প্রবেশ করে। এতে করে আমরা খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ি। যদি ভালোভাবে হাত ধুতে জানি তাহলে আমরা আর অসুস্থ হবো না। আমরা হবো হাত ধোয়ার নায়ক।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাসরুল্লাহ বলেন, হাত ধুলে আমরা অনেকটাই নিরাপদ। জীবানুদের হাত থেকে বাঁচতে পারি। জীবন বাঁচাতে পারি। হাত দিবসটি ছোট্ট সোনামনিদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত