চান্দিনায় ৩০টি স্টলে প্রাণিসম্পদ প্রদর্শনী

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রানিসম্পদ হবে উন্নতি’ এই শ্লোগানে কুমিল্লার চান্দিনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে চান্দিনা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উন্নত জাতের গরু, ছাগল, সৌখিন পাখি ও আধুনিক প্রাণিসম্পদ প্রযুুক্তি কর্ণার সহ ৩০ প্রদর্শনী স্টল স্থান পায়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে ও ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানজিলা খন্দকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোরশেদ আলম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. আবু জাফর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফরহাদ করিম খান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা ভেটেনারি সার্জন ডা. মো. সিরাজ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. মাজহারুল ইসলাম মুন্না, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হুমায়ূন কবির, পপি সরকার, প্রাণিসম্পদ মাঠ সহকারী আব্দুল হান্নান মজুমদার, সাইফুল্লাহ আল সাদি প্রমুখ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত