বাপা কুমিল্লা আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৪ জুলাই ২০২৫, ১৬: ৫৫
Thumbnail image

বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ক্রীড়া সংগঠক বদরুল হুদা জেনুকে সভাপতি ও কুমিল্লা কমার্স কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবীর মাসউদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। জেনু এর আগে কমিটির সহসভাপতি ও মাসুদ যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা ক্লাবের ক্যাফেটেরিয়ায় বাপার সাধারণ সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাপা কুমিল্লা অঞ্চলের সভাপতি ও কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মোসলেহ উদ্দিনের সভাপতিত্বে ওই সভা হয়। সভায় বাপার কার্যক্রম তুলে ধরা হয়। আগামী দিনে বাপার কার্যক্রম গতিশীল করার তাগিদ দেওয়া হয়।

বাপা কুমিল্লার উপদেষ্টা পদে রয়েছেন ডা. মোসলেহ উদ্দিন আহমেদ, মুহম্মদ শফিকুর রহমান, আবুল হাসানাত বাবুল, ডা. ইকবাল আনোয়ার ও শাহ মো আলমগীর খান।

কমিটির অন্যান্য পদের মধ্যে সহসভাপতি মতিন সৈকত, ডা. গোলাম শাহজাহান, রোকেয়া বেগম শেফালী ও শামীমা আক্তার জাহান, যুগ্ম সম্পাদক শাহজাদা এমরান, আইরিন মুক্তা অধিকারী ও অচিন্ত্য দাস টিটু, কোষাধ্যক্ষ মাহমুদা আক্তার, সদস্য পদে যথাক্রমে আলী আকবর মাসুম, খায়রুল আহসান মানিক, অশোক বড়ুয়া৷ গাজীউল হক সোহাগ, রেজবাউল হক রানা, আব্দুল্লাহ আল মাহাবুব শিশির, শাকিলা জামান, রফিকুল ইসলাম সোহেল, তানভীর দীপু, দেলোয়ার হোসেন টুটুল ও ডি এম রিয়াদ।

কমিটিতে পাঁচজনকে উপদেষ্টা ও ২১ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত