২০ মের মধ্যে কুমিল্লার ১০ উপজেলার ও চার পৌরসভা বিএনপির সম্মেলন করতে হবে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আগামী ২০ মের মধ্যে কুমিল্লার ১০ টি উপজেলা ও চারটি পৌরসভা বিএনপির সম্মেলন শেষ করতে হবে। ১০ মের মধ্যে সব ইউনিয়ন সম্মেলন করতে হবে। ৩০ এপ্রিলের মধ্যে সব ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। গতকাল শুক্রবার বিকেল তিনটা ৩০ মিনিটে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সাংগঠনিক সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ওই সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জাকারিয়া তাহের সুমন। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। সভা সঞ্চালনা করেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম।

সভায় আদর্শ সদর, বরুড়া, লাকসাম, চৌদ্দগ্রাম, নাঙ্গলকোট, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ ও সদর দক্ষিণ উপজেলা বিএনপি, লাকসাম, বরুড়া, চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট পৌরসভা বিএনপির আহবায়ক, যুগ্ম আহবায়ক, সদস্য সচিব ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

সভায় জাকারিয়া তাহের সুমন বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ দ্রুততম সময়ের মধ্যে গঠনতন্ত্র মেনে প্রথমে ওয়ার্ড সম্মেলন, ইউনিয়ন সম্মেলন ও পরে উপজেলা সম্মেলন শেষ করতে হবে। সংগঠন কে গতিশীল করতে হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষ কে বিজয়ী করতে হলে একাট্রা হয়ে তৃণমূলে দলকে সুসংহত করতে হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত