সব ধরনের সবজির দাম বেশি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১২: ৩৫
Thumbnail image

কুমিল্লার বাজারে সব ধরনের সবজির দাম বেড়েছে। গত এক সপ্তাহ ধরে দাম ক্রমাগত বাড়ছে। গতকাল শুক্রবার ছুটির দিনে নগরের সব বাজারে সবজির দাম ছিল আকাশচুম্বী।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কুমিল্লায় প্রচুর পরিমাণে সবজি চাষ হয়। এছাড়া নিমসার বাজারে সারাদেশ থেকে সবজি আসে। ‘সবজি”র জেলায় সবজির দাম বেশি, এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা দরকার।

নগরের রাজগঞ্জ, নিউ মার্কেট, রাণীরবাজার, চকবাজার, টমছমব্রিজ বাজার ঘুরে দেখা গেছে, শুক্রবার সব বাজারেই সবজির দাম বেশি। কাঁকরোল কেজি ১২০ টাকা, কাঁচা পেঁপে ৯০ টাকা, ঝিঙা ৮০ টাকা, চিচিঙা ৮০ টাকা, লতি ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, পটল ৬০ টাকা, ধুন্দুল ৯০ টাকা, বরবটি ৮০ টাকা, মরিচ ৬০ টাকা, ধনিয়া পাতা ২০০ টাকা, শসা ৮০ টাকা, লাউ ১০০-১২০ টাকা, চাল কুমড়া ৮০ টাকা, ডাটা আটি ৫০ টাকা।

রাজগঞ্জ বাজারের ব্যবসায়ী কাউছার আহমেদ বলেন, বেশি দামে কিনতে হয়। তার ওপর যানবাহন খরচ, বাজারের বিভিন্ন খরচ তুলতে হয়। এই কারণে দাম বেশি।

নিউমার্কেটের ব্যবসায়ী বাবুল মিয়া বলেন, এই সময়ে সবজির উৎপাদন কম। চাহিদা বেশি। যে কারণে বাজারে হঠাৎ কওে দাম বেড়েছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পংকজ বড়ুয়া বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসন বাজার মনিটরিং করবে। সবজির দাম কেন বেড়েছে, সেটাও খতিয়ে দেখা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত