কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যােগে জুলাই যোদ্ধা সম্মিলন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

জুলাই আন্দোলন ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

এই আন্দোলন ছিল গুম, খুন, মৌলিক অধিকার হরনের বিরুদ্ধে। ছাত্র জনতার আন্দোলন ফ্যাসিস্ট সরকারকে গদি ছাড়িয়ে পালাতে বাধ্য করেছে। এই অভ্যুত্থানে অনেকে শহীদ হয়েছেন। অনেকে আহত হয়েছেন। তাঁদের ঋণ বাঙালি জাতি আজীবন মনে রাখবে। ইতিহাস থেকে তাঁদের মুছে ফেলা যাবে না।

আজ মঙ্গলবার বেলা ১১ টায় জুলাই অভ্যুত্থান নিয়ে কুমিল্লা জেলা প্রশাসন আয়োজিত সম্মিলনে বক্তারা এসব কথা বলেন।

কুমিল্লা জেলা প্রশাসক মো আমিরুল কায়ছারের সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়। এতে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. নাজির হোসেন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।

সম্মিলনে জুলাই যোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

এর আগে সকাল নয়টায় কুমিল্লা নগরের উত্তর রামপুর এলাকায় শহীদ মাসুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন কুমিল্লা জেলা প্রশাসন।

এদিকে ৫ আগস্ট সরকারি ছুটি। দিনটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান নানা ধরনের কর্মসূচি করছে। বিভিন্ন রাজনৈতিক দল শোভাযাত্রা করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত