আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবি পার্টিসহ কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

গতকাল শুক্রবার বিকেল তিনটার দিকে নগরের কান্দিরপাড় পূবালী চত্বর থেকে মিছিল নিয়ে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যায় এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এর আগে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজারে অবস্থান নেন।

বিকেলে তিনটায় ঈদগাহ মাঠ থেকে আওয়ামী লীগবিরোধী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে উপস্থিত হন জামায়েত ইসলামী কুমিল্লা মহানগর শাখার নেতাকর্মীরা।

জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যুব আন্দোলনসহ অন্যান্য দল ও সংগঠনের নেতাকর্মীরা।

এসব বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এখন বাংলাদেশের মানুষের দাবি। অন্তর্র্বতীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করবে সেটি আমাদের একমাত্র দাবি।

মিছিল পরবর্তীতে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরের আহ্বায়ক আবু রায়হান, সদস্যসচিব রাশেদুল ইসলাম, এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য নাসিমুল বারী কাওসার।

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির মোসলেহ উদ্দিন, মহানগর সেক্রেটারি মাহবুবুর রহমান, সহকারি সেক্রেটারি কামারুজ্জামান সোহেল, সহকারী সেক্রেটারি ও সাবেক কাউন্সিলর মোশারফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগরের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম।

একাত্মতা পোষণ করে বক্তব্য দেন এবি পার্টির কুমিল্লার সদস্যসচিব ও ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম মুহাম্মদ সামদানী।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত