ঈদকে কেন্দ্র করে বেড়েছে ক্রেতাদের চাপ

সুমন পাটোয়ারী
Thumbnail image

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কুমিল্লা নগরে বেড়েছে মানুষের চাপ। কেনাকাটার ধুম পড়েছে নগরীর প্রতিটি বিপণিবিতানে। প্রতিটি জামা-কাপড়ের দোকানগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম থাকছে।

ঈদ উপলক্ষে জামা কাপড়ের নতুন কালেকশন, বিভিন্ন ডিজাইনের জুতা, নানা রকম প্রসাধনী সাজিয়ে রেখেছেন দোকানিরা। ৫ রমজানের পর থেকে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন কেনাকাটা করতে নগরীর বিভিন্ন শপিং কমপ্লেক্সগুলোতে জড়ো হচ্ছেন।

নগরীর সাত্তার খান কমপ্লেক্স, খন্দকার হক টাওয়ার, নিউ মার্কেট, প্লানেট এসআর, রূপায়ণ দেলোয়ার টাওয়ার, ইস্টার্ন ইয়াকুব প্লাজাসহ অন্যান্য শপিং কমপ্লেক্সগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যায়। ক্রেতারা দর-কষাকষি করে ঈদের কেনাকাটা করছেন। এছাড়া জুতার দোকানেও ক্রেতাদের ভিড় দেখা গেছে। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কেনাকাটা চলছে। এতে জমে উঠেছে কুমিল্লার ঈদ বাজার। ক্রেতারা ঈদের জন্য নতুন জামা হাসি-খুশিভাবে কেনাকাটা করছেন।

শাহনাজ আক্তার নামের এক ক্রেতা বলেন, ঈদ উপলক্ষে আমি আমার জন্য ও বাচ্চার জন্য কয়েকটি ড্রেস ক্রয় করেছি। শিশু ও প্রবীণদের পোশাকের দাম অনেক বেশি।

সালাউদ্দিন নামের আরেক ক্রেতা বলেন, এবারের ঈদে নতুন নতুন কালেকশনের পোশাকাদি রয়েছে। তবে গতবারের তুলনায় এবার দাম অনেকটাই বেড়েছে।

ফুয়াদ হোসেন নামের এক বিক্রেতা বলেন, এখন বাচ্চা মহিলাদের পোশাকাদি বেচাবিক্রি হচ্ছে। দিনের বেলায় তেমন ভিড় না থাকলেও ইফতারের পর থেকে দোকানে ভিড় থাকে। ১৫ রমজানের পর ক্রেতার চাপ আরো বাড়বে।

সাত্তার খান কমপ্লেক্স দোকান মালিক সমিতির কোষাধ্যক্ষ আবুল খায়ের বলেন, এবারের ঈদে ইন্ডিয়ান কালেকশনের পোশাকাদির সরবরাহ কম থাকায় দাম কিছুটা বেড়েছে। তবে দেশীয় ও চায়না কালেকশনে মার্কেট ভরপুর রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত