কুমিল্লায় সোনার বাংলা ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

আজ শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লা সদরের পাল পাড়া এলাকায় চট্টগ্রাম গামী সোনার বাংলা ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাত এক মহিলা (৫৫) মর্মান্তিক মৃত্যু হয়েছে। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গ প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ শনিবার সকাল ১০ টায় ২৬ জুলাই ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় অজ্ঞাত এক মহিলার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজনের মাধ্যমে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা খবর পেয়ে লাশ উদ্ধার করে কুমেকে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ সোহেল রানা মোল্লা জানান আজ শনিবার সকাল ১০ টায় চট্টগ্রাম গামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে ওই মহিলার মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫। স্থানীয় লোকজন জানিয়েছে অজ্ঞাত ওই মহিলা অনেক দিন ধরে তিনি এলাকায় ঘুরা ফেরা করত তিনি মানসিক ভারসাম্য হীন ছিল। আজ বিকাল পৌনে ৫ টা পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত