কুমিল্লায় সুশাসনের জন্য নাগরিক(সুজন) আয়োজিত নাগরিক সংলাপে বক্তারা

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় সুশাসনের জন্যনাগরিক(সুজন) আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানে বক্তারা বলেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা যেতে পারে। বিগত সময়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে জাতীয় নির্বাচনগুলো হয়েছে তা তুলনামুলকভাবে ভালো ছিল।

বক্তারা এসময় মানুষের বাক স্বাধীনতার নিরাপত্তা, কোন সন্ত্রাসী যাতে রাজনৈতিক দলের কর্মী হতে না পারে সেদিকে খেয়াল রাখা,সংসদ সদস্যদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারন, প্রতিটি নাগরিক যেন মৌলিক অধিকার পায় তা নিশ্চিত করা, বিভাগ গুলোকে প্রদেশ গঠন করে প্রাদেশিক সরকার গঠন, ফ্যাসিজম প্রতিষ্ঠা না করার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।

আজ বুধবার সকালে বিকালে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে সুজন আয়োজিত ‘জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক নাগরিক সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সুজন কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। সভাপতিত্ব করেন সুজন কুমিল্লা জেলা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান। কেন্দ্রীয় সহকারী সমন্বয়কারী জিল্লুর রহমান মাল্টি মিডিয়ার মাধ্যমে সুজনের ৪০টি সংস্কারের প্রস্তাবনার বিষয়গুলো উপস্থাপন করেন। বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ডা.মো. আরিফ মোর্শেদ খান,সুজন মহানগর কমিটির সভাপতি আনিছুর রহমান আকন্দ, সুজনের চাঁদপুর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মোশাররফ হোসেন, লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি মোঃ কামাল হোসেন,নোয়াখালী জেলা কমিটির সাধারণ সাধারণ সম্পাদক আবু নাছের মঞ্জু প্রমুখ। সুজন কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক আলী আহসান টিটু অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। নাগরিক সংলাপ অনুষ্ঠানে কুমিল্লা ,চাঁদপুর,নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার সুজনের সদস্যরা অংশগ্রহণ করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত