কুমিল্লায় ভাল্লুক ও বানর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সিটি কর্পোরেশনের উপজেলার জাঙ্গালিয়া এলাকার বাণিজ্য মেলার সার্কাস থেকে একটি ভাল্লুক ও দুইটি বানর উদ্ধার করা হয়েছে। বন্যপ্রাণী অপরাধ দমন আইনে এসব প্রাণি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কে সংরক্ষণের জন্য হস্তান্তর করা হয়েছে।

শনিবার (২৬ এপ্রিল) দুপুরে নগরীর জাঙ্গালিয়া এলাকার ‘কুমিল্লা কুটির শিল্প ও বাণিজ্য মেলা’ থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নার্গিস সুলতানা লিজার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

বন আদালতের পরিচালক মো. হুমায়ুন কবীর জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাণিজ্য মেলার উদ্বোধন করা হয়। মেলায় সার্কাস প্রদর্শনের জন্য আনা ভাল্লুক ও বানর খাচায় বন্দি করে রাখা হয়। এ ধরনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে। পরে শনিবার ঢাকা থেকে ইউনিটের একটি দল অভিযান পরিচালনা করে একটি ভাল্লুক ও দুইটি বানর জব্দ করে। এগুলো গাড়িতে করে গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়েছে।

অভিযানে কুমিল্লা বন বিভাগ ও র‌্যাপিড রেসপন্স বিডি ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা সহযোগিতা করে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত