নিজস্ব প্রতিবেদক

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় প্রকাশ্যে দেশিয় অস্ত্র প্রদর্শন ও বন্দুক হাতে নেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত রোববার দুপুর ১২ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন বেলা ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাত ফাহাদকে মারপিটের হুমকি দেয় ও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ফোন দিলে তারা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিফাত ও তার সহযোগী কিশোর গ্যাং সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এতে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখিত ঘটনার একটি ভিডিও ফুটেজ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
রোববার রাতে র্যাব গ্রেপ্তার করে কিশোর গ্যাং সদস্য চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামের তৌহিদুল ইসলাম মাহিম (১৮), বরুড়া উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা বর্তমানে দক্ষিণ চর্থায় থাকেন মো.ফাহিম (১৭), কুমিল্লা নগরের কান্দিরপাড়ের শাফায়েত ইসলাম (২১) , ভাটপাড়া চেšমুহনী এলাকার রহমাতুল ফুয়াদ (১৮), চানপুর এলাকার সালমান শিকদার (১৭), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের রাকিবুল হাসান (২১), বিষ্ণপুর মৌলভীপাড়া এলাকার রাফাতুল ইসলাম রাতুল (২২) ও হবিগঞ্জ জেলার মাধবপুর গ্রামের শাওন রায় (২২)।
র্যাব -১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিশোর গ্যাংকে ধরা হবে।

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক শাখায় প্রকাশ্যে দেশিয় অস্ত্র প্রদর্শন ও বন্দুক হাতে নেওয়ার ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত রোববার দুপুর ১২ টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন বেলা ১১ টায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের কান্দিরপাড় উচ্চ মাধ্যমিক শাখার শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান শাখার শিক্ষার্থী তানভিন সিফাতের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সিফাত ফাহাদকে মারপিটের হুমকি দেয় ও তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সিফাত তাঁর বহিরাগত বন্ধুদের ফোন দিলে তারা এসে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে সিফাত ও তার সহযোগী কিশোর গ্যাং সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র দিয়ে প্রতিপক্ষের উপর হামলা করে। এতে ৫ শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরবর্তীতে তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। উল্লেখিত ঘটনার একটি ভিডিও ফুটেজ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।
রোববার রাতে র্যাব গ্রেপ্তার করে কিশোর গ্যাং সদস্য চৌদ্দগ্রাম উপজেলার আনন্দপুর গ্রামের তৌহিদুল ইসলাম মাহিম (১৮), বরুড়া উপজেলার দেওড়া গ্রামের বাসিন্দা বর্তমানে দক্ষিণ চর্থায় থাকেন মো.ফাহিম (১৭), কুমিল্লা নগরের কান্দিরপাড়ের শাফায়েত ইসলাম (২১) , ভাটপাড়া চেšমুহনী এলাকার রহমাতুল ফুয়াদ (১৮), চানপুর এলাকার সালমান শিকদার (১৭), বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের রাকিবুল হাসান (২১), বিষ্ণপুর মৌলভীপাড়া এলাকার রাফাতুল ইসলাম রাতুল (২২) ও হবিগঞ্জ জেলার মাধবপুর গ্রামের শাওন রায় (২২)।
র্যাব -১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-২ এর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, কিশোর গ্যাংয়ের আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। আরও কিশোর গ্যাংকে ধরা হবে।