কুমিল্লা সীমান্তে বিএসএফের পুশ-ইন করা ১৩ জনের পরিচয় পাওয়া গেছে

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা সীমান্ত দিয়ে বিএসএফ ১৩ জন বাংলাদেশে জোরকরে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তাদের পরিচয় পাওয়া গেছে।

বুধবার (২১ মে) মধ্য রাত থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা পর্যন্ত তাদের পাঠানো হয়। বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ি সীমান্ত দিয়ে ১৩ জনকে পাঠানো হয়েছে। তারা তিনপি পরিবারের সদস্য। তাদের ভারতের হরিয়ানা থেকে ধরে এনে আগরতলা সীমান্ত দিয়ে প্রেরণ করেছে বিএসএফ।

তারা হলেন, কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গার ক্লিনিকপাড়ার মৃত আলী হোসেনের ছেলে মো. জাহিদুল ইসলাম (৩৭), তার স্ত্রী মোসা. মরিয়ম বেগম (৩৭) ও তাদের সন্তান মোসা. জবা (০৯)। একই জেলার নাগেশ্বরী থানার নাগেশ্বরী গ্রামের মো. মাহাবুর রহমান, তার স্ত্রী হালিমা খাতুন (২৫), তার মেয়ে মারুফা (০৬) ও ছেলে আলিফ। নাগেশ্বরী থানার নওদাপাড়া এলাকার মো. শাহজালাল (৩৫), তার স্ত্রী মাহমুদা (৩০) ও তাদের চার সন্তান মামুন (১৪), মুনসুর (০৮), মোমিনুল (০৩) ও শাহনাজ (০৬)।

লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছেন তাদেরকে বিএসএফ বাংলাদেশে পাঠায়। বর্তমানে তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলমান আছে। আটককৃতরা সকলেই বাংলাদেশী নাগরিক। তারা বিজিবির হেফাজতে রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তাদেরকে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের নিকট হস্তান্তর করা হবে বলেও বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছো।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত