ইঞ্জিন বিকল, মাঝপথে থেমে গেছে চলন্ত ট্রেন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

ইঞ্জিন বিকল হয়ে কুমিল্লায় মাঝ পথে থেমে গেছে চলন্ত ট্রেন। শনিবার (৩ মে) দুপুর দুইটার দিকে কুমিল্লা স্টেশনের আউটারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ওই ট্রেনের নাম বিজয় এক্সপ্রেস। ট্রেনটি চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী।

শনিবার (৩ মে) দুপুর ২টার দিকে কুমিল্লার অশোকতলা রেলগেট এলাকার কাছাকাছি আসলে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এসময় যাত্রী ও সংশ্লিষ্টরা আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেলা ২টা ৪০ মিনিটের দিকে একটি অতিরিক্ত ইঞ্জিন এসে ট্রেনটি কুমিল্লা স্টেশনে এসে রাখে।

কুমিল্লার সাব স্টেশন ইঞ্জিনিয়ার (পথ) মো. লিয়াকত আলী মজুমদার বলেন, ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়লে বিকল্প ইঞ্জিন দিয়ে কুমিল্লা স্টেশন আনা হয়। পরে বিকল্প ইঞ্জিন দিয়ে গন্তব্য ময়মনসিংহ ছুটে যায়। তবে এতে প্রায় ৫০ মিনিট বিলম্ব হয়। আর বিকল হওয়া ইঞ্জিনটি এখন লাকসাম জংশনের দিকে নেয়া হচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত