টমছমব্রিজে সেনাবাহিনীর ‘টমসম স্কয়ার’ মার্কেট

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৫: ৫৬
Thumbnail image

কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে নির্মিত হচ্ছে

মার্কেট। এতে এক পাশে পাঁচতলা ভবন, অন্যপাশে কাঁচা বাজার থাকবে। ইতিমধ্যে ভবন নির্মাণের

কাজ শুরু হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সেনাবাহিনী ওই স্থাপনার নাম দিয়েছে 'টমসম স্কয়ার'।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগে টমছমব্রিজ-পদুয়ার বাজার সড়কের পাশে খোলা জায়গায় এলাকার ছেলেরা খেলাধুলা করতো। পাশেই মেডিকেল কলেজ সড়কের গা ঘেঁষে ফল, স্টেশনারি, ওষুধ ও বেকারির দোকান আছে। খালি জায়গায় এলাকাবাসীর প্রবেশের জন্য ১৫ ফুট সড়ক হবে।

পাশে

মার্কেটের পশ্চিম কুমিল্লা-লাকসাম সড়ক, পূর্ব পাশে সিটি করপোরেশনের নালা। নালার ওপর দিয়ে টমছমব্রিজ ও আশ্রাফপুর এলাকার লোকজন যাতায়াত করেন।

কুমিল্লা সরকারি সিটি কলেজের শিক্ষার্থীরা নালার ওপর দিয়ে কানা গলি হয়ে কলেজে যাচ্ছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত