কুমিল্লায় বিদেশি পিস্তলসহ বিএনপির সাধারণ সম্পাদক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে যৌথবাহিনী। শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। 

গ্রেপ্তারকৃত খোকন মিয়া (৫৫) পাচথুবী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক । তিনি আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর গ্রামের ইউনুস মিয়ার ছেলে। অভিযানে তার কাছ থেকে একটি  ৭ পয়েন্ট ৬৫ মি. মি. পিস্তল, একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

জানা গেছে, চাঁনপুর এলাকার খোকন মিয়া নামক ব্যক্তি অবৈধ একটি পিস্তল তার বাসায় না রেখে এক শিশুর মাধ্যমে পাশের বাড়ির জহিরুল হকের বাসায় পাঠিয়ে রাখেন। পরবর্তীতে অভিযান চালিয়ে জহিরুল হকের বাসা থেকেই অস্ত্রটি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জহিরুল হক স্বীকার করেন, উক্ত পিস্তলটি খোকন মিয়ার।

ওসি মহিনুল জানান, অভিযান শেষে গ্রেফতার আসামী ও অস্ত্র কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আমরা মামলা নিয়েছি। তাকে আদালতে প্রেরণ করা হবে। 

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত