প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে প্রদর্শনীর প্রাঙ্গণকে রঙ, আলো ও শিল্পের অনন্য মিশেলে রাঙিয়ে তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ জোহরা তারিন।

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (বাইউস্ট) স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী ন্যাশনাল ফটোগ্রাফি এক্সিবিশন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উদ্যোগে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং নিজেদের সৃজনশীল কাজের মাধ্যমে প্রদর্শনীর প্রাঙ্গণকে রঙ, আলো ও শিল্পের অনন্য মিশেলে রাঙিয়ে তোলেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাইউস্টের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নূর হোসেন, বিএসপি, পিএসসি।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোহাম্মদ ইফতেখারুল হক (অব.), রেজিস্ট্রার লে. কর্নেল খন্দকার মাহমুদ হোসেন (অব.), পরীক্ষা নিয়ন্ত্রক লে. কর্নেল শাব্বির আহমেদ সিদ্দিকী (অব.), বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাইউস্ট ফটোগ্রাফি ক্লাবের উপদেষ্টা ও ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমাতুজ জোহরা তারিন।