সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদীর বাড়িতে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৬ মার্চ ২০২৫, ২২: ৪০
Thumbnail image

কুমিল্লা নগরীর দারোগা বাড়ি মাজার সংলগ্ন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বাড়িতে পুলিশ অভিযান চালায়। রবিবার (১৬ মার্চ) বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা নগরীর ১১ নম্বর ওয়ার্ডের দারোগা বাড়ি মাজার সংলগ্ন এলাকার ফেরদৌসি ভিলায় বসবাস করতেন অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও তার পরিবার। নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আক্তার শিপার উপস্থিতে বন্ধ ফটক খুলে ভেতরে প্রবেশ করে পুলিশ সদস্য ও গণমাধ্যমকর্মীরা। এসময় বাড়ির দুতলায় গিয়ে সেখানে একটি আলমারি ভেঙে ভেতরে তল্লাশি করা হয়। তবে সেখানে অবৈধ কিছু পাওয়া যায়নি।

গত ২০ সেপ্টেম্বর সীমান্ত পথে দেশ ছেড়ে পালাতে গিয়ে পুলিশের হাতে আটক হন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী। গত ৮ আগস্ট অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করেন ব্যারিস্টার মো. মেহেদী হাসান চৌধুরী।

এবিষয়ে জানতে চাইলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহিন আক্তার শিপা বলেন, ভিডিওতে দেখেছেন কি হয়েছে। এবিষয়ে আর কি বলবো? এখন নামাজ পড়ছি বলে কল কেটে দেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত