ব্রাহ্মণপাড়ায় মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মাইকে সবার সামনে ঘোষণা দিয়ে ব্যবসা ছাড়ল এক মাদককারবারি। এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইতিবাচক আলোচনা চলছে।

গত শনিবার বিকেলে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী সমাবেশে গ্রামবাসীর কাছে মাইকে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার করা ওই ব্যক্তি। তিনি ইয়াবা মনির খ্যাত মো. মনির হোসেন। উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামবাসীর আয়োজনে কল্পবাস মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয়রা জানান, মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫০) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন। তবে তিনি তার ভুল বুঝতে পেরে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন।

এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে গ্রামবাসীর আয়োজনে মাদকবিরোধী সমাবেশে মনির হোসেন জনসমক্ষে মাইকে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা দেন। এ সময় তিনি বিগত দিনের অপরাধের ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি সামাজিকভাবে সবার সাথে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন।

মাদকবিরোধী সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমান।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত