মনিরুল হক চৌধুরীতেই আস্থা তাঁদের

কুমিল্লা-৬ আসন

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর মনোনয়নে নির্ভার সাবেক ও বর্তমান নয়জন নেতা। মনিরুল হক চৌধুরীতেই আস্থা তাঁদের। ইতিমধ্যে তাঁদের কেউ কেউ প্রবীণ, শিক্ষিত ও মেধাবী এই রাজনীতিবিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাঁরা বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। ছোট ছোট ঘরোয়া সভা করেছেন। কেন্দ্র কমিটি গঠন করছেন। এখন তাঁরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে নেমেছেন।

তাঁদের ভাষ্য, সাক্কু- ইয়াছিন দ্বন্দ্বের কারণে মনিরুল হক চৌধুরী বিএনপির মনোনয়ন পেতে সহজ হয়েছে। কুমিল্লা-৬ আসনে ভোটের মাঠে দুই মনিরুল বড় ধরনের প্রভাবক। সিটি করপোরেশন নির্বাচন পর্যালোচনা করে এবার বিএনপি দল ও দলের নেতার পরাজয় দেখতে চায় না। এজন্য বিভিন্ন সংস্থার মাঠ জরিপ, ভোট ব্যাংক দেখে মনিরুল হক চৌধুরীকে দলীয় মনোনয়ন দিয়ে ঐক্যবদ্ধ বিএনপি করেছে। শিগগিরই দলের জেলা, মহানগরের অন্যান্য নেতাকর্মীরা মনিরুল হক চৌধুরীর সঙ্গে যুক্ত হবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. সেলিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মনিরুল হক সাক্কু, কুমিল্লার সরকারি কৌঁসুলি (পিপি) ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুমিল্লা জেলার সভাপতি মো. কাইমুল হক রিংকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য কাউছার জামান বাপ্পী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সম্ভাব্য সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবির পরিচালক আসিফ আকবর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপি ও কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু।

দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সন্ধ্যায় কুমিল্লা-৬ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য মনিরুল হক চৌধুরীকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়। এরপর থেকে কুমিল্লা বিএনপির সাবেক ও বর্তমান নেতারা উজ্জীবিত হন। এরপর ৬ নভেম্বর মনিরুল হক চৌধুরীকে শত শত মোটর সাইকেল শোভাযাত্রা করে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে বরণ করা হয়। তাঁকে ফুলে ফুলে সিক্ত করা হয়।

জানতে চাইলে সাবেক মেয়র মো. মনিরুল হক সাক্কু বলেন, ‘মনিরুল হক চৌধুরীকে কুমিল্লা -৬ আসনে বিএনপি প্রার্থী করে দলকে ঐক্যবদ্ধ করেছে। মনিরুল হক চৌধুরী বিএনপির ঐক্যের প্রার্থী। ’

প্রবীণ বিএনপি নেতা শাহ মো. সেলিম বলেন, ‘মনিরুল হক চৌধুরীর জন্য কাজ শুরু করে দিয়েছি।’

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, ধানের শীষের নির্বাচন করব আমরা। দলের প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করতে হবে।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীকে বিজয়ী করতে হবে। দলের বাইরে যাওয়ার সুযোগ নেই।’

বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী বলেন, ‘দেশ , দল, খালেদা জিয়া ও তারেক রহমানকে বাঁচাতে হলে ঐক্যবদ্ধ বিএনপির বিকল্প নেই। আসুন সবাই ধানের শীষে ভোট দিই। ভোট খুঁজি।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত