নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা-৬ ( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীদের ধারাবাহিক কর্মসূচিতে ক্ষুদ্ধ কুমিল্লা নগরের সাধারণ বাসিন্দারা। অন্যদিকে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিষয়টি দল পর্যবেক্ষণ করছে। দলের জাতীয় নির্বাহী কমিটির অন্তত পাঁচজন নেতা জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া ওয়াদা ও মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য সংরক্ষণ আছে। যাঁরা দলীয় সিদ্ধান্ত মানবে না, তাঁদের ব্যাপারে দল পদক্ষেপ নেবে।
জানা গেছে, গত ৩ নভেম্বর সারাদেশে বিএনপি ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এতে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পাননি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। ওই দিন রাতেই কুমিল্লা নগরের কান্দিরপাড় ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচরে টায়ারে আগুন ধরিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয়। এরপর দুই দফা রাতে নগরের কান্দিরপাড়ে মশাল মিছিল, পুবালী চত্বরে মহিলা সমাবেশ, টাউন হলে সমাবেশ, জেন জি সমাবেশ ও গণস্বাক্ষর কার্যক্রম চলছে।
মনোনয়ন বঞ্চিতদের দাবি, আমিন উর রশিদ ইয়াছিন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলে তাঁর ত্যাগ আছে। তাঁকে কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি করছেন তাঁরা।
জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘ বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিষয়টি দল পর্যবেক্ষণ করছে। দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা কিছু করবে, তাঁদের বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। কোন নেতাকর্মীর কারণে যেন দলের প্রতি মানুষ বিরক্ত না হয়।’

কুমিল্লা-৬ ( আদর্শ সদর, সদর দক্ষিণ উপজেলা, কুমিল্লা সিটি করপোরেশন ও কুমিল্লা সেনানিবাস এলাকা) আসনে বিএনপির মনোনয়ন বঞ্চিত এক নেতার অনুসারীদের ধারাবাহিক কর্মসূচিতে ক্ষুদ্ধ কুমিল্লা নগরের সাধারণ বাসিন্দারা। অন্যদিকে বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিষয়টি দল পর্যবেক্ষণ করছে। দলের জাতীয় নির্বাহী কমিটির অন্তত পাঁচজন নেতা জানিয়েছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে দেওয়া ওয়াদা ও মনোনয়ন প্রত্যাশীদের বক্তব্য সংরক্ষণ আছে। যাঁরা দলীয় সিদ্ধান্ত মানবে না, তাঁদের ব্যাপারে দল পদক্ষেপ নেবে।
জানা গেছে, গত ৩ নভেম্বর সারাদেশে বিএনপি ২৩৭ আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে। এতে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন পাননি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন। ওই দিন রাতেই কুমিল্লা নগরের কান্দিরপাড় ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আলেখারচরে টায়ারে আগুন ধরিয়ে জনমনে আতংক সৃষ্টি করা হয়। এরপর দুই দফা রাতে নগরের কান্দিরপাড়ে মশাল মিছিল, পুবালী চত্বরে মহিলা সমাবেশ, টাউন হলে সমাবেশ, জেন জি সমাবেশ ও গণস্বাক্ষর কার্যক্রম চলছে।
মনোনয়ন বঞ্চিতদের দাবি, আমিন উর রশিদ ইয়াছিন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। দলে তাঁর ত্যাগ আছে। তাঁকে কুমিল্লা-৬ আসনে দলীয় মনোনয়ন দেওয়ার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি করছেন তাঁরা।
জানতে চাইলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া বলেন,‘ বিশৃঙ্খলা ও জনদুর্ভোগ সৃষ্টিকারীদের বিষয়টি দল পর্যবেক্ষণ করছে। দলের সিদ্ধান্তের বাইরে যাঁরা কিছু করবে, তাঁদের বিষয়ে দলই সিদ্ধান্ত নেবে। কোন নেতাকর্মীর কারণে যেন দলের প্রতি মানুষ বিরক্ত না হয়।’