জুলাই আন্দোলনে কুমিল্লায় নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৪ জুলাই ২০২৫, ১৬: ৪৪
Thumbnail image

জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার দুপুরে জেলা প্রশাসন, কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা তথ্য অফিসের উদ্যোগো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।

অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেসমিনারা বেগম, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হকসহ অনেকে।

এসময় উক্ত অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে অনুভূতি ব্যক্ত করেন এনসিপির কেন্দ্রিয় কমিটির নির্বাহী সদস্য হাফসা জাহান, পথিকৃৎ নারী উন্নয়ন সংস্থার ফরিদা আক্তার, দ্যা রেড জুলাইয়ের যুগ্ম আহবায়ক সামিরা ইসলাম, আলোর ছোঁয়া মহিলা সংস্থার নাদিয়া ইসলাম,

মহিলা হস্তশিল্পের সভানেত্রী তানজিনা ইয়াসমিন তন্নীসহ অন্যান্যরা।

পরে জুলাই আন্দোলনে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার বলেন রাষ্ট্রের নাগরিকরা তাদের অধিকারের জন্য কথা বলবে কিন্তু এভাবে যেন আন্দোলন না করতে হয় এবং সেই সাথে সাথে রাষ্ট্র যেন নাগরিকের অধিকার নিশ্চিত করে এরকম বাংলাদেশ আমরা চাই।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত