বার্ডে গবেষণার ফলাফল উপস্থাপনা শীর্ষক কর্মশালা

Thumbnail image

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লায় বার্ড এবং শিসউক-এর যৌথ উদ্যোগে ‘প্রমোটিং অ্যাগ্রোইকোলজি উইদ কমিউনিটি এন্টারপ্রাইজ অ্যাপ্রোচ’ শীর্ষক প্রায়োগিক গবেষণার ফলাফল উপস্থাপনে জাতীয় পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ।

সভাপতির বক্তব্যে বার্ডের মহাপরিচালক বলেন, বাংলাদেশের প্রান্তিক জনগণের জীবনমান উন্নয়নে বার্ড প্রায়োগিক গবেষণা পরিচালনা করে থাকে। প্লাবন ভূমিতে মৎস্যচাষের মাধ্যমে দাউদকান্দি মডেল দেশে-বিদেশে আলোচিত ও প্রশংসিত হয়েছে। এই প্রায়োগিক গবেষণার মাধ্যমে প্লাবন ভূমিতে মৎস্যচাষের বিস্তৃতির মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। কর্মশালায় ‘সিচুয়েশন অ্যানালাইসিস অব দ্য লাইভলিহুড অব ফ্লাডপ্লেইন কমিউনিটি এন্টারপ্রাইজেস সাপোর্টেড বাই দ্য অ্যাগ্রোইকোলজিক্যাল ফান্ড অ্যান্ড লেসনস লারনেড’ শীর্ষক গবেষণার ফলাফল উপস্থাপন করেন শীসউকের নির্বাহী পরিচালক সাকিউল মিল্লাত মোর্শেদ ও বার্ডের সহকারী পরিচালক আনাস আল ইসলাম। ফলাফল উপস্থাপনায় গবেষকবৃন্দ বলেন, প্লাবন ভূমিতে মৎস্যচাষ জলবায়ু, পরিবেশ ও প্রতিবেশ বান্ধব এবং নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মুখ্য আলোচক হিসেবে গবেষণার ফলাফলের ওপর আলোচনা করেন বার্ডেও পরিচালক (প্রকল্প) রঞ্জন কুমার গুহ। মুখ্য আলোচনায় তিনি বলেন, এই গবেষণার মাধ্যমে প্লাবন ভূমিতে মৎস্যচাষ ধারণার সম্প্রসারণের চ্যালেঞ্জ এবং চ্যালেঞ্জ উত্তরণের দিকসমূহ উন্মোচিত হয়েছে। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেইফ ফুড ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. জয়নুল আবেদীন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্মপরিচালক (প্রকল্প), বার্ড ও কর্মশালা পরিচালক মো. আবু তালেব এবং কর্মশালায় সমন্বয়ক ও সঞ্চালনার দায়িত্ব পালন করেছেন বার্ডের সহকারী পরিচালক মো. সালেহ আহমেদ। কর্মশালায় বার্ডের পরিচালক, কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রায়োগিক গবেষণা প্রকল্পের মৎস্য উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত