নিজস্ব প্রতিবেদক

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ সোমবার আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন হয়েছে।
এ উপলক্ষে কুমিল্লা লজ মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।
সার্ধশতবর্ষ উদযাপন পর্ষদ আহ্বায়ক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, শাহজাহান চৌধুরী,অধ্যক্ষ তাপস কুমার বকশি, ডা: আতোয়ার রহমান, সাজ্জাদুল কবীর,আইরিন মুক্তা অধিকারী প্রমুখ।স্বাগত বক্তব্য দেন উদযাপন পর্ষদ সদস্য সচিব অমৃত লাল দত্ত। সভার শুরুতে সর্বজনীন প্রার্থনা পরিচালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু।সভা উপস্থাপনা করেন সোসাইটির কুমিল্লা লজ সদস্য সচিব চন্দন দাস।
আলোচনা সভা শেষে অভিজিৎ সিনহা মিঠুর পরিচালনায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাকারিয়া কাজী, খিজির হায়াত, রতন আচার্য ও চুমকি সিনহা। কবিতা আবৃত্তি করেন রুবেল কুদ্দুস।

দ্য থিওসোফিক্যাল সোসাইটি কুমিল্লা লজের উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচি পালনের মধ্য দিয়ে আজ সোমবার আন্তর্জাতিক সার্ধশতবর্ষ উদযাপন হয়েছে।
এ উপলক্ষে কুমিল্লা লজ মিলনায়তনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়।
সার্ধশতবর্ষ উদযাপন পর্ষদ আহ্বায়ক প্রফেসর ড. আলী হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন অধ্যক্ষ শফিকুর রহমান, অধ্যক্ষ নিখিল চন্দ্র রায়, শাহজাহান চৌধুরী,অধ্যক্ষ তাপস কুমার বকশি, ডা: আতোয়ার রহমান, সাজ্জাদুল কবীর,আইরিন মুক্তা অধিকারী প্রমুখ।স্বাগত বক্তব্য দেন উদযাপন পর্ষদ সদস্য সচিব অমৃত লাল দত্ত। সভার শুরুতে সর্বজনীন প্রার্থনা পরিচালনা করেন অধ্যাপক রাহুল তারণ পিন্টু।সভা উপস্থাপনা করেন সোসাইটির কুমিল্লা লজ সদস্য সচিব চন্দন দাস।
আলোচনা সভা শেষে অভিজিৎ সিনহা মিঠুর পরিচালনায় মনোজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন বিশ্ব সঙ্গীত কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাকারিয়া কাজী, খিজির হায়াত, রতন আচার্য ও চুমকি সিনহা। কবিতা আবৃত্তি করেন রুবেল কুদ্দুস।