নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম মো. জাহেদ (৩২)। তিনি সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়েনের দুর্গাপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, গত পাঁচ দিন যাবত জাহেদ জ্বরে আক্রান্ত ছিলেন। ২৭ জুলাই দুপুরে সাবান, গামছা ও পায়ের স্যান্ডেল পরিহিত অবস্থায় দুর্গাপুরের নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তিনি। পরবর্তীতে সেদিনই তার ভাইয়ের ছেলের সাব্বির জাহেদের স্ত্রীকে জানায় পুকুরের ঘাটে সাবানের কেসসহ জুতা পড়ে আছে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। গতকাল সোমবার বিকেলে পুকুর ঘাটলার পাশে তার মরদেহ ভেসে ওঠে। জাহেদ বিভিন্ন স্থানে মাটির ট্রাক্টর গাড়ি চালাতেন। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পানিতে পড়ে আর উঠতে পারেনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গত রোববার নিখোঁজ হওয়ার পর গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে মারা গেছেন।
কুমিল্লায় নিখোঁজের একদিন পর পুকুর থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির নাম মো. জাহেদ (৩২)। তিনি সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়েনের দুর্গাপুর গ্রামের মো. আবুল কাশেমের ছেলে।
জানা গেছে, গত পাঁচ দিন যাবত জাহেদ জ্বরে আক্রান্ত ছিলেন। ২৭ জুলাই দুপুরে সাবান, গামছা ও পায়ের স্যান্ডেল পরিহিত অবস্থায় দুর্গাপুরের নিজ বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান তিনি। পরবর্তীতে সেদিনই তার ভাইয়ের ছেলের সাব্বির জাহেদের স্ত্রীকে জানায় পুকুরের ঘাটে সাবানের কেসসহ জুতা পড়ে আছে। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তাকে পায়নি। গতকাল সোমবার বিকেলে পুকুর ঘাটলার পাশে তার মরদেহ ভেসে ওঠে। জাহেদ বিভিন্ন স্থানে মাটির ট্রাক্টর গাড়ি চালাতেন। ধারণা করা হচ্ছে, গোসল করতে গিয়ে পানিতে পড়ে আর উঠতে পারেনি।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, গত রোববার নিখোঁজ হওয়ার পর গতকাল সোমবার তার লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি পানিতে পড়ে মারা গেছেন।