ধর্মপুরে কেন্দ্রীয় যুবদল নেতা আলাউদ্দিন ও বিএনপি নেতা জসিম উদ্দিনের কবর জেয়ারত করেছেন কুমিল্লা-৬ আসনের বিএনপির প্রার্থী মনিরুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লা জেলা ছাত্রদলের সাবেক দুই নেতা, দুই সহোদর আলাউদ্দিন ও জসিম উদ্দিনের কবর জেয়ারত করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকের মনিরুল হক চৌধুরী।

আজ শুক্রবার বাদ জুমা তিনি এক সময়ের প্রভাবশালী দুই নেতার কবরে যান। দোয়া পড়েন। এর আগে তিনি ধর্মপুর জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। মুসল্লীদের সঙ্গে করমর্দন করেন। বেগম খালেদা জিয়া তারেক রহমানের জন্য দোয়া চান।

মনিরুল হক চৌধুরী বলেন, তাঁর মনোনয়নে কুমিল্লায় ধানের শীষের গণজোয়ার তৈরি হয়েছে। দলের সব নেতারা একাট্টা হয়েছেন। কুমিল্লার উন্নয়নের জন্য সবাই আমাকে ভোট দেবে। কুমিল্লাবাসী শৃঙ্খলিত নেতৃত্ব চায়। দাসত্বের নয়।

দলের সব নেতাকর্মী ধানের শীষের পক্ষে কাজ করছেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, সাবেক কাউন্সিলর খলিলুর রহমান মজুমদার।

বিকেলে মোটর শোভাযাত্রা শেষে সন্ধ্যার পর চকবাজার বাস টার্মি নালে নির্বাচনী সভা করবেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত