প্রেস বিজ্ঞপ্তি

আজ শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড প্রসপারেটি” শীর্ষক সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন হয়েছে। দু’দিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। তিনি বর্তমান সময়ে বিশ্বায়নের যুগে এআই -এর স্বরূপ নিয়ে আলোচনা করেন। কনফারেন্সে ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকবৃন্দসহ ২৪০ জন অংশগ্রহণকারী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বার্ড-এর সংক্ষিপ্ত পরিচিতি ও পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা তুলে ধরেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন বাংলাদেশের চারটি বিস্তৃত উন্নয়ন প্রকল্প বার্ডের মাধ্যমে গৃহীত হয়েছে। সেচ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ, পল্লী অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বার্ডের অন্যতম সফল বাস্তবায়িত প্রকল্প। বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষাক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ কনফারেন্সের অন্যান্য সহ-আয়োজক হচ্ছে নেটিসার্চ ইন্টারন্যাশনাল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেনা কল্যাণ সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গেইন (জিএআইএন) ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক কনফারেন্সটির আহবায়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া নাসরিন সুলতানা এবং সহকারী কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মো. আমিনুল ইসলাম।

আজ শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি-তে গভর্ণ্যান্স ইন ডিজিটাল এরা ফর পিস এন্ড প্রসপারেটি” শীর্ষক সমন্বিত গবেষণা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন হয়েছে। দু’দিন ব্যাপী এ আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। তিনি বর্তমান সময়ে বিশ্বায়নের যুগে এআই -এর স্বরূপ নিয়ে আলোচনা করেন। কনফারেন্সে ১২টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষকবৃন্দসহ ২৪০ জন অংশগ্রহণকারী তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বার্ড-এর সংক্ষিপ্ত পরিচিতি ও পল্লী উন্নয়নে বার্ডের ভূমিকা তুলে ধরেন বার্ডের মহাপরিচালক জনাব সাইফ উদ্দিন আহমেদ। তিনি বলেন বাংলাদেশের চারটি বিস্তৃত উন্নয়ন প্রকল্প বার্ডের মাধ্যমে গৃহীত হয়েছে। সেচ ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণ, পল্লী অবকাঠামো উন্নয়ন ইত্যাদি বার্ডের অন্যতম সফল বাস্তবায়িত প্রকল্প। বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী শিক্ষাক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। এ কনফারেন্সের অন্যান্য সহ-আয়োজক হচ্ছে নেটিসার্চ ইন্টারন্যাশনাল, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়, লোকপ্রশাসন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন, সেনা কল্যাণ সংস্থা এবং আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গেইন (জিএআইএন) ইন্টারন্যাশনাল। আন্তর্জাতিক কনফারেন্সটির আহবায়কের দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. আকা ফিরোজ আহমেদ। কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন ফৌজিয়া নাসরিন সুলতানা এবং সহকারী কনফারেন্সের পরিচালকের দায়িত্ব পালন করছেন জনাব মো. আমিনুল ইসলাম।