গোমতী পাড়ের অবৈধ স্থাপনার বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে প্রশাসন

Thumbnail image

বাঁধের নিরাপত্তা রক্ষার্থে কুমিল্লার সদর উপজেলার গোমতী পাড়ের বিভিন্ন অবৈধ স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করেছে প্রশাসন।

আজ রোববার বিকেল ও রাতে অভিযান পরিচালনা করে এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। কুমিল্লার আদর্শ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান অভিযানে নেতৃত্ব দেন। তিনিই বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, গোমতী নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত পালপাড়া কালিমন্দির থেকে বিবির বাজার স্থল বন্দর এলাকার জায়গায় অবৈধ স্থাপনা ক্যাফে, রেস্টুরেন্ট, টং দোকান, মুদি দোকান গুলোতে অবৈধ বিদুৎ

সংযোগ ছিল। এসব স্থাপনার বিদ্যুৎ বিচ্ছিন্ন করতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান জানান, আনুমানিক ১৫টি স্থাপনায় এ অভিযান পরিচালনা করা হয়।আগামীকাল সকাল থেকে একই অভিযান অব্যাহত থাকবে।

এতে সহযোগিতা করেছে কুমিল্লা পানি উন্নয়ন বোর্ড, বিদুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং আনসার সদস্যরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত