চৌদ্দগ্রামে একই দিনে দুই ইফতার মাহফিল

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে একই দিনে দুই ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। দ্য ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রামের (ইউজিসি) উদ্যোগে এতিমদের সম্মানে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ভারত সীমান্তবর্তী ডিমাতলা এতিমখানা ও হাফেজিয়া মাদরাসায় অনুষ্ঠিত ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলার সাবেক ছাত্রনেতা মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ উল্যাহ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি সৌদি আরব শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কাজী নয়ন, সৌদি আরব শাখার সদস্য মুন্না, ইউজিসির অন্যতম সদস্য মিজান ভূঁইয়া, দ্বীন ইসলাম প্রমুখ। এ সময় মাদরাসার শিক্ষক, এতিম শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্য ইউনাইটেড গ্রুপ অব চৌদ্দগ্রাম(ইউজিসি) প্রতিষ্ঠার পর থেকে দেশ ও বিদেশে অবস্থানরত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থাসহ মানবিক কাজ অব্যাহত রেখেছে।

চৌদ্দগ্রামে শ্রমিক কল্যাণের ফেডারেশনের দোয়া ও ইফতার মাহফিল

chauddagram iftar poto-17.03 (1)

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনসের সেক্রেটারি শহিদুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন কনকাপৈত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন মজুমদার। এ উপলক্ষে সোমবার বিকেলে তারাশাইল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আবু ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মজিবুল হক দুলালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাতিসা ইয়নিয়ন জামায়াত আমির সাইয়্যেদ রাশেদুল হাসান জাহাঙ্গীর, বিশিষ্ট আইনজীবী দাউদ ফরায়েজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জামাল উদ্দিন ভূঁইয়া, ইয়া লিটন, ভুলকরা ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা মফিজুর রহমান, নানকরা জামে মসজিদের খতিব মনির আহমেদ, ৫নং ওয়ার্ড জামায়াত সভাপতি মাওলানা আবদুল গফুর মিয়াজী, ছাত্রনেতা মামুন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, জামায়াত নেতা ইতালি প্রবাসী রতন মিয়াজী, তারাশাইল বাজার কমিটির সেক্রেটারি সুমন, বিশিষ্ট সমাজ সেবক খলিলুর রহমান, জামায়াত নেতা আবু তাহের চুট্টু, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি নুরুল আলম, সেক্রেটারি আরিফুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত