দেবীদ্বারে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেবীদ্বার প্রতিনিধি
Thumbnail image

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার দেবীদ্বার উপজেলা এলাহাবাদ ইউনিয়ন শাখার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) উপজেলার মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

সভায় অত্র ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির ও জেলা শুরা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মাওলানা মো. শহীদুল্লাহ ভূইয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দেবীদ্বার উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও জেলা শুরা কর্মপরিষদের সদস্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতের ইউনিয়ন শাখার ৭নং ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম ও সেক্রেটারি আবু ইউছুফ, ৫নং ওয়ার্ড সভাপতি মাওলানা আঃ কাদের, ৪ নং ওয়ার্ড সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, ৩নং ওয়ার্ড সভাপতি মু. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, মো. জামাল হোসেন, সোলায়মান কবির মাসুদ, কামাল হোসেন সরকার, ইব্রাহিম খলিল প্রমুখ।

সভায় বক্তরা বলেন, রমজান মুমিন মুসলিমদের জন্য শিক্ষণীয় মাস। রমজানে আমরা যেভাবে সকল পাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকি এবং আত্মশুদ্ধি অর্জন করি। সেভাবে যেন সারাজীবন চলতে পারি। আজকের ইফতার মাহফিল থেকে আমরা একটাই শিক্ষা গ্রহণ করি, বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হয় আমাদের মাধ্যমে।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইউছুফ আব্দুল্লাহ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত