বরুড়া প্রতিনিধি
কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের অন্তত ১২টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার হলেন, গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ওসমান, আইয়ুব আলীর ছেলে মো. জামাল হোসেন, আহমেদ আলীর ছেলে মো. মনির হোসেন, নুরুল হকের ছেলে মো. বোরহান।
ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, তাদের বসতঘর, রান্না ঘর, গরুর ঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, খাট, ফ্রিজ, টিভি, আলনা, প্রাত্যহিক ব্যবহারের জিনিসপত্র ও গোখাদ্য পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩ টায় সময় স্থানীয় ওসমান মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা আশপাশের ঘরে গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরুড়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের ৪টি পরিবারের ১২টি ঘর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সে বরুড়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বৈদ্যুতিক খুঁটির নিচের রান্নাঘরে আগুন লাগায় তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় চারটি পরিবারের চারটি ঘর। ঘরগুলোর মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, ফসলসহ মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কুমিল্লার বরুড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চার পরিবারের অন্তত ১২টি ঘর পুড়ে গেছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার ১৩নং আদ্রা ইউনিয়নের মন্দুক গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ পরিবার হলেন, গ্রামের আবুল খায়েরের ছেলে মো. ওসমান, আইয়ুব আলীর ছেলে মো. জামাল হোসেন, আহমেদ আলীর ছেলে মো. মনির হোসেন, নুরুল হকের ছেলে মো. বোরহান।
ফায়ার সার্ভিসের সূত্র জানিয়েছে, তাদের বসতঘর, রান্না ঘর, গরুর ঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালঙ্কার, খাট, ফ্রিজ, টিভি, আলনা, প্রাত্যহিক ব্যবহারের জিনিসপত্র ও গোখাদ্য পুড়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল ৩ টায় সময় স্থানীয় ওসমান মিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে তা আশপাশের ঘরে গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বরুড়ার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে আগুনে পুড়ে ছাই হয়ে যায় গ্রামের ৪টি পরিবারের ১২টি ঘর।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিপেন্সে বরুড়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বৈদ্যুতিক খুঁটির নিচের রান্নাঘরে আগুন লাগায় তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুড়ে যায় চারটি পরিবারের চারটি ঘর। ঘরগুলোর মধ্যে থাকা নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, ফসলসহ মূল্যবান জিনিসপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।