• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> বরুড়া

বরুড়ায় বরই চাষে লাভবান কৃষকেরা

ইলিয়াছ হোসাইন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২: ০০
logo

বরুড়ায় বরই চাষে লাভবান কৃষকেরা

ইলিয়াছ হোসাইন

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১২: ০০
Photo

ডালে ডালে ঝুলছে টকটকে লাল সুন্দরী, রেড আপেল, কাশ্মীরি, টক, আপেল কুলসহ মিষ্টি স্বাদের বরই বা কুল । বিভিন্ন বাড়ির আঙিনা, জমিতে বরই আর বরই। বরইয়ের মিষ্ট স্বাদ পুরো এলাকা মাতিয়ে তুলছে। গাছে গাছে পাখির কলকাকলি মুখরিত করছে গ্রামের নিভৃত পরিবেশ; বুলবুল,শালিকসহ বিভিন্ন পাখি ডালে বসে খাবারে ভাগ বসাচ্ছে। বরুড়ার বরই কদর বহু আগ থেকেই কুমিল্লায় আছে। কুমিল্লা শহরের বাজারের সব বরই বরুড়া থেকে আনা। পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র মাস পর্যন্ত এই বরই মেলবে।

কিছু বাগানী পাখির উপদ্রব থেকে বরই রক্ষা করতে নীল রঙের জালে বাগান আবৃত করে রেখেছেন।

চাষী বরই তুলছেন: স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মানুষ নিজ হাতে বরই ছিঁড়ছেন এবং চাহিদানুযায়ী ক্রয় করছেন। গ্রামের শিশুরাও বরই খাওয়ার বিনিময়ে বাগান মালিকদের বরই সংগ্রহে সহযোগিতা করছেন। এমন মনোমুগ্ধকর ও সাফল্যগাঁথা আপেল কুলের রাজ্য গড়ে উঠেছে বরুড়া উপজেলার ভবানীপুর ইউনয়নের শ্রীকারপুর, জয়কামতাসহ আশেপাশের এলাকাগুলোতে।

সরেজমিনে দেখা যায়, এ এলাকার কৃষকরা বরই চাষের প্রতি ক্রমাগত ঝৃুঁকছেন। প্রতি বছর বরই চাষীর সংখ্যা বাড়ছে।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় এ অঞ্চলের কৃষকরা বরই চাষের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছেন।প াচ্ছেন সফলতাও; বেকারত্বও গোছাচ্ছে বরই চাষ।অ নেক প্রবাসে না ফিরে বরই চাষেই তুলছেন সফলতা।

জয়কামতার কৃষক জুনাব আলী বলেন, আমি দুইটা বাগান করেছি। খুচরা-পাইকারি দুইভাবেই বিক্রি করছি। বরুড়া,লালমাই, লাকসাম, বিশ্বরোডে বরই বিক্রি করি। এ চাষে কোনো ক্ষতি নাই। জয়কামতা,শিকারপুরে বরইয়ের ভালো ফলনের লক্ষ্যে কৃষি কর্মকর্তারা আমাদের তথ্য পরামর্শসহ বিভিন্ন রকম সহযোগিতা করেন।

শিকারপুরের কৃষক রমিজ উদ্দিন বলেন, আমি সৌদি প্রবাসী ছিলাম। বড় ভাই সুরুজ আলী আমাকে কিছু গাছ দিয়ে বলেছেন, ছোট ভাই তুই দেশে বেকার পড়ে আছত, তুই গাছ লাগা। পরে বিদেশ না গিয়ে বড় ভাই সুরুজ আলীর পরামর্শে বরই চাষে মনোযোগী হলাম। প্রথম দুই গন্ডা জমিতে ৫০ হাজার টাকা খরচে গাছ লাগালাম। পরে আরও ৬ গন্ডা বাড়ালাম। এ বছর দুই লাখ টাকা খরচ করেছি। ইনশাআল্লাহ ভালো লাভবান হচ্ছি। ইতোমধ্যে দুই লাখ টাকার বরই বিক্রি করেছি। ইনশাআল্লাহ আরও ৩ থেকে ৪ লাখ টাকার বরই এ মৌসুমে বিক্রি করতে পারব বলে আশা করছি। সিজনে দুই লাখ টাকা লাভ থাকে।

চাষী আব্দুর রাজ্জাক বলেন, এ এলাকায় প্রথম বরই চাষ করেন সুরুজ আলী। তাঁর প্রেরণায় অনেক কৃষক এখন বিঘায় বিঘায় বরই চাষ করছেন। বাগান দেখতে দূর থেকে বহু মানুষ এসে নিজের হাতে ছিড়ে বরই কিনে নেন। গ্রামের এ মনোরম পরিবেশ পিকনিক স্পট হিসেবে গড়ে উঠেছে।আশে-পাশে এলাকার মহিলারাও বরই কিনতে আসে। আমরা তিন ভাই মিলে সম্মিলিতভাবে ৬০ শতক জায়গায় বরই চাষ করছি। আমি তিন -চার বছর ধরে পরিশ্রম করছি। লাভবান হচ্ছি। বাজারে বরইর চাহিদাও আছে। প্রথমে ১৮০-২০০টাকা কেজি দরে বিক্রি করেছি এখন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছি। টক বরই ১৫০ টাকা কেজি।

বরুড়া উপজেলার ভবানীপুর অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া বলেন, আজ থেকে চার বছর আগে এখানে সুরুজ মিয়া নামের এক বিদেশ ফেরত যুবক প্রথমে পরীক্ষামূলকভাবে ৩২ শতক জমিতে কুল চাষ করেন। পরে আমরা তা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসলাম। তিনি এক বছরে তিন লাখ ৫০ হাজার টাকা লাভ করেন। পরে পার্শ্ববর্তী প্রায় ৭ থেকে ৮জন কৃষক আমার পরামর্শে আরও ৫ বিঘা জমিতে কুল চাষ করেন। বর্তমানে ভবানীপুর ইউনিয়নে ২০বিঘা জমিতে কুল চাষ হচ্ছে। বাউ সুন্দরী, রেড আপেল,আপেল কুল, কাশ্মিরি, টক-মিষ্টিসহ বহু জাতের কুল চাষ হছে। এছাড়াও আন্তঃফসল হিসেবে একই জমিতে মাল্টা চাষ, লাল শাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া চাষ করাচ্ছি। এগুলো বিক্রি করে কৃষক কুল চাষের খরচ উঠিয়ে নিতে পারেন। এখন প্রতি বিঘা জমি থেকে কৃষকরা কুল চাষে ৩ থেকে ৪ লাখ টাকা প্রকৃত লাভ করতে পারেন।

ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,আমাদের বরুড়া লতি, হোগলাপাতা, পানের জন্য বিখ্যাত। ভাবানীপুর জয়কামতা, শিকারপুর আশেপাশের এলাকায় এখন কুল চাষ হয়। কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা।

Thumbnail image

ডালে ডালে ঝুলছে টকটকে লাল সুন্দরী, রেড আপেল, কাশ্মীরি, টক, আপেল কুলসহ মিষ্টি স্বাদের বরই বা কুল । বিভিন্ন বাড়ির আঙিনা, জমিতে বরই আর বরই। বরইয়ের মিষ্ট স্বাদ পুরো এলাকা মাতিয়ে তুলছে। গাছে গাছে পাখির কলকাকলি মুখরিত করছে গ্রামের নিভৃত পরিবেশ; বুলবুল,শালিকসহ বিভিন্ন পাখি ডালে বসে খাবারে ভাগ বসাচ্ছে। বরুড়ার বরই কদর বহু আগ থেকেই কুমিল্লায় আছে। কুমিল্লা শহরের বাজারের সব বরই বরুড়া থেকে আনা। পৌষ, মাঘ, ফাল্গুন ও চৈত্র মাস পর্যন্ত এই বরই মেলবে।

কিছু বাগানী পাখির উপদ্রব থেকে বরই রক্ষা করতে নীল রঙের জালে বাগান আবৃত করে রেখেছেন।

চাষী বরই তুলছেন: স্থানীয় ও দূরদূরান্ত থেকে আসা মানুষ নিজ হাতে বরই ছিঁড়ছেন এবং চাহিদানুযায়ী ক্রয় করছেন। গ্রামের শিশুরাও বরই খাওয়ার বিনিময়ে বাগান মালিকদের বরই সংগ্রহে সহযোগিতা করছেন। এমন মনোমুগ্ধকর ও সাফল্যগাঁথা আপেল কুলের রাজ্য গড়ে উঠেছে বরুড়া উপজেলার ভবানীপুর ইউনয়নের শ্রীকারপুর, জয়কামতাসহ আশেপাশের এলাকাগুলোতে।

সরেজমিনে দেখা যায়, এ এলাকার কৃষকরা বরই চাষের প্রতি ক্রমাগত ঝৃুঁকছেন। প্রতি বছর বরই চাষীর সংখ্যা বাড়ছে।

স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগিতায় এ অঞ্চলের কৃষকরা বরই চাষের প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছেন।প াচ্ছেন সফলতাও; বেকারত্বও গোছাচ্ছে বরই চাষ।অ নেক প্রবাসে না ফিরে বরই চাষেই তুলছেন সফলতা।

জয়কামতার কৃষক জুনাব আলী বলেন, আমি দুইটা বাগান করেছি। খুচরা-পাইকারি দুইভাবেই বিক্রি করছি। বরুড়া,লালমাই, লাকসাম, বিশ্বরোডে বরই বিক্রি করি। এ চাষে কোনো ক্ষতি নাই। জয়কামতা,শিকারপুরে বরইয়ের ভালো ফলনের লক্ষ্যে কৃষি কর্মকর্তারা আমাদের তথ্য পরামর্শসহ বিভিন্ন রকম সহযোগিতা করেন।

শিকারপুরের কৃষক রমিজ উদ্দিন বলেন, আমি সৌদি প্রবাসী ছিলাম। বড় ভাই সুরুজ আলী আমাকে কিছু গাছ দিয়ে বলেছেন, ছোট ভাই তুই দেশে বেকার পড়ে আছত, তুই গাছ লাগা। পরে বিদেশ না গিয়ে বড় ভাই সুরুজ আলীর পরামর্শে বরই চাষে মনোযোগী হলাম। প্রথম দুই গন্ডা জমিতে ৫০ হাজার টাকা খরচে গাছ লাগালাম। পরে আরও ৬ গন্ডা বাড়ালাম। এ বছর দুই লাখ টাকা খরচ করেছি। ইনশাআল্লাহ ভালো লাভবান হচ্ছি। ইতোমধ্যে দুই লাখ টাকার বরই বিক্রি করেছি। ইনশাআল্লাহ আরও ৩ থেকে ৪ লাখ টাকার বরই এ মৌসুমে বিক্রি করতে পারব বলে আশা করছি। সিজনে দুই লাখ টাকা লাভ থাকে।

চাষী আব্দুর রাজ্জাক বলেন, এ এলাকায় প্রথম বরই চাষ করেন সুরুজ আলী। তাঁর প্রেরণায় অনেক কৃষক এখন বিঘায় বিঘায় বরই চাষ করছেন। বাগান দেখতে দূর থেকে বহু মানুষ এসে নিজের হাতে ছিড়ে বরই কিনে নেন। গ্রামের এ মনোরম পরিবেশ পিকনিক স্পট হিসেবে গড়ে উঠেছে।আশে-পাশে এলাকার মহিলারাও বরই কিনতে আসে। আমরা তিন ভাই মিলে সম্মিলিতভাবে ৬০ শতক জায়গায় বরই চাষ করছি। আমি তিন -চার বছর ধরে পরিশ্রম করছি। লাভবান হচ্ছি। বাজারে বরইর চাহিদাও আছে। প্রথমে ১৮০-২০০টাকা কেজি দরে বিক্রি করেছি এখন ১০০ থেকে ১২০ টাকা দরে বিক্রি করছি। টক বরই ১৫০ টাকা কেজি।

বরুড়া উপজেলার ভবানীপুর অঞ্চলের উপসহকারী কৃষি কর্মকর্তা সারোয়ার ভূঁইয়া বলেন, আজ থেকে চার বছর আগে এখানে সুরুজ মিয়া নামের এক বিদেশ ফেরত যুবক প্রথমে পরীক্ষামূলকভাবে ৩২ শতক জমিতে কুল চাষ করেন। পরে আমরা তা মনিটরিংয়ের আওতায় নিয়ে আসলাম। তিনি এক বছরে তিন লাখ ৫০ হাজার টাকা লাভ করেন। পরে পার্শ্ববর্তী প্রায় ৭ থেকে ৮জন কৃষক আমার পরামর্শে আরও ৫ বিঘা জমিতে কুল চাষ করেন। বর্তমানে ভবানীপুর ইউনিয়নে ২০বিঘা জমিতে কুল চাষ হচ্ছে। বাউ সুন্দরী, রেড আপেল,আপেল কুল, কাশ্মিরি, টক-মিষ্টিসহ বহু জাতের কুল চাষ হছে। এছাড়াও আন্তঃফসল হিসেবে একই জমিতে মাল্টা চাষ, লাল শাক, পুঁইশাক, মিষ্টি কুমড়া চাষ করাচ্ছি। এগুলো বিক্রি করে কৃষক কুল চাষের খরচ উঠিয়ে নিতে পারেন। এখন প্রতি বিঘা জমি থেকে কৃষকরা কুল চাষে ৩ থেকে ৪ লাখ টাকা প্রকৃত লাভ করতে পারেন।

ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,আমাদের বরুড়া লতি, হোগলাপাতা, পানের জন্য বিখ্যাত। ভাবানীপুর জয়কামতা, শিকারপুর আশেপাশের এলাকায় এখন কুল চাষ হয়। কুল চাষে লাভবান হচ্ছেন কৃষকরা।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

২

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

৩

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

৪

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

৫

কুমিল্লাস্থ বরুড়া উপজেলা উন্নয়ন সমিতির সভাপতি মোজাম্মেল সম্পাদক জাহিদ

সম্পর্কিত

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

৭ ঘণ্টা আগে
দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুতে বাস মালিক গ্রেপ্তার

১২ ঘণ্টা আগে
হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন,  সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

হোমনা ও তিতাস উপজেলা নিয়েই কুমিল্লা-২ আসন, সীমানা নিয়ে ইসির সিদ্ধান্ত বহাল

১২ ঘণ্টা আগে
এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

এ দেশের মানুষ নিজেদের অধিকার রক্ষায় বারবার রক্ত দিয়েছে : ড. সায়মা

১৬ ঘণ্টা আগে