নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ অধ্যক্ষসহ মোট ২৪টি পুরস্কার অর্জন করেছে সোনার বাংলা কলেজ। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ রোভার গ্রুপের পুরস্কারও অর্জন করে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার সোনার বাংলা কলেজের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়। কলেজটির শ্রেষ্ঠ অধ্যক্ষ মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মো. তামিম মুনতাসির, শ্রেষ্ঠ রোভার মো. তাহসিনুর রহমান, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হন।
এছাড়াও ক্বেরাত, হামদ, নাত, দেশাত্মবোধক গান, লোক সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, জারি গান, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, ইংরেজি রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা (বাংলা), উপস্থিত বক্তৃতা (ইংরেজি), নির্ধারিত বক্তৃতা, দেয়ালিকা বিষয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১৮টি পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
২০০০ সালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুরে স্থাপিত হয় সোনার বাংলা কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি একের পর একে সাফল্য অর্জন করে যাচ্ছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে কলেজটিতে। বর্তমানে কলেজটিতে স্নাতকও (সম্মান) চালু রয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও দারুণ সাফল্য অর্জন করছে প্রতিষ্ঠানটি।

জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ অধ্যক্ষসহ মোট ২৪টি পুরস্কার অর্জন করেছে সোনার বাংলা কলেজ। এছাড়া শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার, শ্রেষ্ঠ রোভার শিক্ষক, শ্রেষ্ঠ রোভার গ্রুপের পুরস্কারও অর্জন করে প্রতিষ্ঠানটি। গতকাল বৃহস্পতিবার সোনার বাংলা কলেজের ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা যায়। কলেজটির শ্রেষ্ঠ অধ্যক্ষ মো. আবু ছালেক সেলিম রেজা সৌরভ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মো. তামিম মুনতাসির, শ্রেষ্ঠ রোভার মো. তাহসিনুর রহমান, শ্রেষ্ঠ রোভার শিক্ষক মো. আবুল কালাম আজাদ নির্বাচিত হন।
এছাড়াও ক্বেরাত, হামদ, নাত, দেশাত্মবোধক গান, লোক সংগীত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, জারি গান, লোক নৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, ইংরেজি রচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা (বাংলা), উপস্থিত বক্তৃতা (ইংরেজি), নির্ধারিত বক্তৃতা, দেয়ালিকা বিষয়ে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে ১৮টি পুরস্কার পায় প্রতিষ্ঠানটি।
২০০০ সালে কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের গোবিন্দপুরে স্থাপিত হয় সোনার বাংলা কলেজ। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি একের পর একে সাফল্য অর্জন করে যাচ্ছে। ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাস করে কলেজটিতে। বর্তমানে কলেজটিতে স্নাতকও (সম্মান) চালু রয়েছে। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও দারুণ সাফল্য অর্জন করছে প্রতিষ্ঠানটি।