বাবা সাক্ষী হওয়ায় ছেলেকে এসিডে ঝলসে হত্যা

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

মুদি দোকানে পাঁচশ টাকা চুরি হয়। গ্রাম্য সালিশে বাবা সাক্ষী হয়েছিলেন। এই ঘটনার জেরে সপ্তম শ্রেণি পড়ুয়া শিশুকে বিষপান ও অণ্ডকোষে এসিড ঢেলে দেয়া হয়। আইসিইউতে থাকা অবস্থায় গতকাল বুধবার মারা যান হোসেইন। এমন ঘটনা ঘটেছে কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর গ্রামে। নিহত হোসেন শিকারপুর গ্রামের আবু তাহেরের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

হোসাইনের বাবা আবু তাহের অভিযোগ করেন, চুরির ঘটনায় সালিশে তিনি সাক্ষী ছিলেন। এতে সালিশে চোর প্রমাণিত হয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। ৩১ মে রাস্তা থেকে ডেকে নেয়া হয় হোসাইনকে। তাকে বেঁধে বিষপান করানো হয়, তারপর তার অণ্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড। এ ঘটনায় আইসিইউতে থাকার পর বুধবার (১৮ জুন) কুমিল্লা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।

কুমিল্লা জেনারেল হাসপাতালের আইসিইউ বিভাগের মেডিসিন কনসাল্টেন্ট অরূপ কুমার রায় জানান, বিষক্রিয়ায় তার গলা ফুলে গিয়েছিল, শ্বাসকষ্টে ভুগছিল। অণ্ডকোষ ঝলসে গিয়েছিল।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) রাশেদুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় দুই ব্যক্তির নাম উল্লেখ করে মামলা হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত