ইলিয়টগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ দুই নারী আটক

চান্দিনা প্রতিনিধি
Thumbnail image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়গঞ্জে ১৫ কেজি গাঁজা সহ দুই নারী মাদক পাচারকারীকে আটক করেছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় মাদক আইনে দাউদকান্দি থানায় মামলা দায়ের করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোহাম্মদ শাহাদাত হোসাইন।

সোমবার (১৯ মে) দুপুরে মহাসড়কের দাউকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারের ফুটওভার ব্রীজের নিচ থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাঁজা বোঝাই চারটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা হলো- কুমিল্লার বুড়িচং উপজেলার পয়াত পূর্বপাড়া গ্রামের মো. সৈকত এর স্ত্রী রীমা আক্তার, চাঁদপুর জেলার মতলব উপজেলার তালতলী গ্রামের মো. মোকতার হোসেন এর স্ত্রী শারমিন আক্তার (২৯)। তারা দীর্ঘদিন যাবৎ মাদক পাচার করে আসছে বলে জানান হাইওয়ে পুলিশ।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, মাদক পাচারকারী ওই দুই নারী পুলিশের চোখ ফাঁকি দিতে সরাসরি ঢাকার গাড়িতে না উঠে কুমিল্লা থেকে বিভিন্ন গাড়িতে করে ইলিয়টগঞ্জ পৌঁছে। সেখান থেকেও কয়েকটি বাস পরিবর্তন করে ঢাকা পৌঁছার চেষ্টা করে। তারা ইলিয়টগঞ্জ বাস স্টেশনে পৌঁছে অন্য বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করে এবং তাদের ব্যাগ তল্লাসী করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার অফিসার ইন-চার্জ (ওসি) নূরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত