• কুমিল্লা সিটি করপোরেশন
  • কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আদর্শ সদর
  • বরুড়া
  • লাকসাম
  • দাউদকান্দি
  • আরও
    • চৌদ্দগ্রাম
    • সদর দক্ষিণ
    • নাঙ্গলকোট
    • বুড়িচং
    • ব্রাহ্মণপাড়া
    • মনোহরগঞ্জ
    • লালমাই
    • চান্দিনা
    • মুরাদনগর
    • দেবীদ্বার
    • হোমনা
    • মেঘনা
    • তিতাস
  • সর্বশেষ
  • রাজনীতি
  • বাংলাদেশ
  • অপরাধ
  • বিশ্ব
  • বাণিজ্য
  • মতামত
  • খেলা
  • বিনোদন
  • চাকরি
  • জীবনযাপন
  • ইপেপার
  • ইপেপার
facebooktwittertiktokpinterestyoutubelinkedininstagramgoogle
স্বত্ব: ©️ আমার শহর

সম্পাদক ও প্রকাশক : মো. গাজীউল হক ভূঁইয়া ( সোহাগ)।

নাহার প্লাজা, কান্দিরপাড়, কুমিল্লা-৩৫০০

ই-মেইল: [email protected]

ফোন: 01716197760

> কুমিল্লা জেলা
> চান্দিনা

চান্দিনার ধেরেরা উচ্চ বিদ্যালয়

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দেড় মাসেও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি , শোকজও নেই, ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০: ২৫
logo

ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় দেড় মাসেও শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫, ২০: ২৫
Photo

কুমিল্লার চান্দিনা উপজেলার জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠার দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন না পাওয়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে বোর্ডের নীতিমালা মোতাবেক শোকজও করতে পারছে না। তার ওপর ওই শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( শরীরচর্চা) মো. তরিকুল ইসলাম। তিনি একই বিদ্যালয়ের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি ও মানসিক নির্যাতন করেছেন বলে ওই ছাত্রী চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৬ জুন লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আহবায়ক, কুটুম্বপুর উচ্চবিদ্যালয় ও আবেদা নূর স্কুলের প্রধান শিক্ষককে সদস্য করা হয়েছে। কমিটি গত দেড় মাসেও কোন প্রতিবেদন দেয়নি। ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার ভিডিও ও অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ওই ছাত্রী মারাত্নক মানসিক সমস্যায় পড়েছেন।

এদিকে যৌন হয়রানির ঘটনা নিয়ে ছাত্রী অভিযোগ করেন ইউএনওর কাছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে কোন ধরনের অভিযোগ করেনি। এরপরেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন দেখে তারা ২৫ জুন একটি জরুরি সভা করে। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক তারাও নিজেরা একটি প্রাথমিক তদন্ত কমিটি করে। কমিটি গত ২৩ জুলাই প্রতিবেদন দেয়। এরপর গত ২৯ জুলাই কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে। নিয়মানুযায়ী এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, কমিটি প্রথমে শোকজ করবে। শোকজের জবাব সঠিক না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। কিন্তু ছাত্রী যেহেতু অভিযোগ করেছেন ইউএনওর কাছে তাই বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে।

জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক আজ বুধবার বিকেলে আমার শহরকে বলেন,‘ বৃহস্পতিবার অথবা তারপরের দিন প্রতিবেদন পাওয়া যাবে। আমরা এখন (বুধবার বিকেলে) তদন্ত কমিটির লোকদের নিয়ে বসে আছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে প্রেরণ করা হবে। এরপর কমিটি প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবে। ’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এস এম জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী ছাত্রী ইউএনও মহোদয়ের কাছে আবেদন করেছেন। আমরা উনার তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি। ওই প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগ শোনার পর ও বিভিন্ন মাধ্যমে জানার পর বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা একটা প্রাথমিক তদন্ত নিজেরা করে রেখেছি। ’

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক মো. তরিকুল ইসলাম বলেন,‘ আমার প্রতি জেলাসি করে একটি চক্র এই কাজ করিয়েছে ছাত্রীকে দিয়ে। আমি ফোনে কথা বলেছি। কিন্তু যৌন হয়রানির অভিযোগ সঠিক নয়। আমি সবসময় স্কুলের স্বার্থ দেখি। এজন্য সবসময় সরকারি দলের সঙ্গে থাকি। থাকি শুধু স্কুলের জন্য অনুদান আনতে। এখন তদন্ত রিপোর্ট আসুক। এলে জানতে পারবেন আমি অপরাধী কিনা। আমি নিয়মিত স্কুলে যাচ্ছি। ’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, ছাত্রীর অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন।

ভুক্তভোগীর পরিবারের অন্তত দুইজন সদস্য জানিয়েছেন, এই ঘটনার বিচার না হলে দেশে অপরাধ বাড়বে। মেয়েরা নানা ধরনের আপত্তিকর অবস্থার মুখোমুখি হবে। একজন শিক্ষক হিসেবে তিনি এই কাজ করতে পারেন না। আমরা প্রশাসনের কাছে দেড় মাস আগে নালিশ করেছি। এখনও বিচার পাইনি।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুন মো. তরিকুল ইসলাম এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তাঁর গ্রামের বাড়িও ধেরেরা গ্রামে।

Thumbnail image

কুমিল্লার চান্দিনা উপজেলার জয়াগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (শরীরচর্চা) মো. তরিকুল ইসলামের বিরুদ্ধে ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ ওঠার দেড় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি। উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদন না পাওয়ায় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ওই শিক্ষককে বোর্ডের নীতিমালা মোতাবেক শোকজও করতে পারছে না। তার ওপর ওই শিক্ষক বিদ্যালয়ে যাচ্ছেন। এ অবস্থায় ক্ষুব্ধ এলাকাবাসী ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধেরেরা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ( শরীরচর্চা) মো. তরিকুল ইসলাম। তিনি একই বিদ্যালয়ের ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব, যৌন হয়রানি ও মানসিক নির্যাতন করেছেন বলে ওই ছাত্রী চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গত ১৬ জুন লিখিত অভিযোগ করেন। এরই পরিপ্রেক্ষিতে ইউএনও উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে আহবায়ক, কুটুম্বপুর উচ্চবিদ্যালয় ও আবেদা নূর স্কুলের প্রধান শিক্ষককে সদস্য করা হয়েছে। কমিটি গত দেড় মাসেও কোন প্রতিবেদন দেয়নি। ছাত্রীকে যৌন হয়রানির ঘটনার ভিডিও ও অডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর ওই ছাত্রী মারাত্নক মানসিক সমস্যায় পড়েছেন।

এদিকে যৌন হয়রানির ঘটনা নিয়ে ছাত্রী অভিযোগ করেন ইউএনওর কাছে। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির কাছে কোন ধরনের অভিযোগ করেনি। এরপরেও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যম, বিভিন্ন পত্রিকার প্রতিবেদন দেখে তারা ২৫ জুন একটি জরুরি সভা করে। ওই সভার সিদ্ধান্ত মোতাবেক তারাও নিজেরা একটি প্রাথমিক তদন্ত কমিটি করে। কমিটি গত ২৩ জুলাই প্রতিবেদন দেয়। এরপর গত ২৯ জুলাই কমিটি তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে। নিয়মানুযায়ী এই ধরনের অভিযোগের ক্ষেত্রে, কমিটি প্রথমে শোকজ করবে। শোকজের জবাব সঠিক না হলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে। কিন্তু ছাত্রী যেহেতু অভিযোগ করেছেন ইউএনওর কাছে তাই বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনের দিকে তাকিয়ে আছে।

জানতে চাইলে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক আজ বুধবার বিকেলে আমার শহরকে বলেন,‘ বৃহস্পতিবার অথবা তারপরের দিন প্রতিবেদন পাওয়া যাবে। আমরা এখন (বুধবার বিকেলে) তদন্ত কমিটির লোকদের নিয়ে বসে আছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কাছে প্রেরণ করা হবে। এরপর কমিটি প্রতিবেদনের আলোকে ব্যবস্থা নেবে। ’

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এস এম জসিম উদ্দিন বলেন, ভুক্তভোগী ছাত্রী ইউএনও মহোদয়ের কাছে আবেদন করেছেন। আমরা উনার তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় আছি। ওই প্রতিবেদন হাতে পেলে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অভিযোগ শোনার পর ও বিভিন্ন মাধ্যমে জানার পর বিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা একটা প্রাথমিক তদন্ত নিজেরা করে রেখেছি। ’

অভিযোগ প্রসঙ্গে শিক্ষক মো. তরিকুল ইসলাম বলেন,‘ আমার প্রতি জেলাসি করে একটি চক্র এই কাজ করিয়েছে ছাত্রীকে দিয়ে। আমি ফোনে কথা বলেছি। কিন্তু যৌন হয়রানির অভিযোগ সঠিক নয়। আমি সবসময় স্কুলের স্বার্থ দেখি। এজন্য সবসময় সরকারি দলের সঙ্গে থাকি। থাকি শুধু স্কুলের জন্য অনুদান আনতে। এখন তদন্ত রিপোর্ট আসুক। এলে জানতে পারবেন আমি অপরাধী কিনা। আমি নিয়মিত স্কুলে যাচ্ছি। ’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান বলেন, ছাত্রীর অভিযোগ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তদন্ত কমিটি গঠন করেছেন।

ভুক্তভোগীর পরিবারের অন্তত দুইজন সদস্য জানিয়েছেন, এই ঘটনার বিচার না হলে দেশে অপরাধ বাড়বে। মেয়েরা নানা ধরনের আপত্তিকর অবস্থার মুখোমুখি হবে। একজন শিক্ষক হিসেবে তিনি এই কাজ করতে পারেন না। আমরা প্রশাসনের কাছে দেড় মাস আগে নালিশ করেছি। এখনও বিচার পাইনি।

উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুন মো. তরিকুল ইসলাম এই বিদ্যালয়ে যোগদান করেছিলেন। তাঁর গ্রামের বাড়িও ধেরেরা গ্রামে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১

কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার নিয়ে কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভা

২

জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে বেপজা তথা কুমিল্লা ইপিজেডের ভূমিকা

৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত

৪

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৫

তিতাসে ১৫ দিন যাবৎ দলিলের নকল সরবরাহ বন্ধ

সম্পর্কিত

কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার নিয়ে কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সঙ্গে  মতবিনিময় সভা

কুমিল্লা ইপিজেডের কেন্দ্রীয় তরল বর্জ্য শোধনাগার নিয়ে কৃষক সমবায়ী ঐক্য পরিষদের সঙ্গে মতবিনিময় সভা

৫ ঘণ্টা আগে
জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে বেপজা তথা কুমিল্লা ইপিজেডের ভূমিকা

জাতীয় ও স্থানীয় অর্থনীতিতে বেপজা তথা কুমিল্লা ইপিজেডের ভূমিকা

৬ ঘণ্টা আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রারকে চাকরি থেকে বরখাস্ত

৬ ঘণ্টা আগে
হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

৯ ঘণ্টা আগে