চৌদ্দগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কাশিনগর ইউনিয়নের বসন্তপুর গ্রামে হাফসা আক্তার (২) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

গতকাল রোববার বিকেলে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হাফসা ওই গ্রামের ব্যবসায়ী সোহেল মিয়ার ছোট মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রোববার বিকেলে খেলতে গিয়ে পরিবারের অজান্তে বাড়ির পাশে মাটি কাটার গর্তে পড়ে যায় হাফসা। দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজা শুরু করে।

একপর্যায়ে গর্তের পানিতে হাফসার নিথর দেহ ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় কাশিনগর বাজারের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফু শারমীন জানান, “আমার ভাইঝি প্রতিদিন ঘরের পাশেই খেলা করত। আজ সবার অগোচরে গর্তে পড়ে তার মৃত্যু হয়েছে।”

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘শিশুটি খেলার সময় অসাবধানতাবশত পানিতে ডুবে মারা গেছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে দাফন করা হয়েছে।’

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত