চৌদ্দগ্রামে এলজিসহ যুবলীগ নেতা আটক

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে দেশীয় অস্ত্র এলজিসহ যুবলীগ নেতা মো. আজিমকে (২৮) আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখোলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাতে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ তথ্যটি নিশ্চিত করেন।

চৌদ্দগ্রাম থানার এসআই আরেফিন সালেহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজনের সহায়তায় বৃহস্পতিবার বিকেলে জগন্নাথদিঘী ইউনিয়নের কাকৈরখোলা গ্রাম থেকে যুবলীগ নেতা মো. আজিমকে আটক করা হয়। তার দেয়া তথ্যেমতে সেমিপাকা বসতঘরের উত্তর পাশের কক্ষের খাটের নিচ থেকে একটি দেশীয় অস্ত্র এলজি ও একটি রামদা উদ্ধার করা হয়। এ ঘটনায় আজিমকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত