চৌদ্দগ্রামে আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিন মজুমদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৭: ৩৪
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সালাহ উদ্দিন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ছুপুয়া গ্রামের মরহুম কোব্বাত আহমেদ মজুমদারের ছেলে ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

আজ বৃহস্পতিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম।

জানা গেছে, গত বছরের নভেম্বর মাসের একটি মামলায় আদালত কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন মজুমদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছুপুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নোয়াবাজার এলাকায় যাত্রীবাহী বাসে পেট্রোলবোমা মেরে ৮ যাত্রীকে পুড়িয়ে হত্যার ঘটনায়ও মামলা রয়েছে।

চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামী সালাহ উদ্দিন মজুমদারকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে’।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত