পতাকা বৈঠকের মাধ্যমে তিন বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নিজস্ব প্রতিবেদক
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামের আনন্দপুর সীমান্ত এলাকা দিয়ে পাসপোর্ট ও ভিসা ছাড়াই ভারতে যাওয়া তিন নারীকে বিজিবির নিকট হস্তান্তর করেছে বিএসএফ। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার শেখহাটির আলমগীর হোসেনের স্ত্রী শিল্পী বেগম, মনিরামপুর উপজেলার আগারহাটির রহিম মোল্লার স্ত্রী সালমা বেগম ও সাতক্ষীরার কলোয়ারা থানার দক্ষিণ ক্ষেত্রপাড়ার মৃত আজিজ মোড়লের মেয়ে সালমা খাতুন। আজ রোববার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেছেন ১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, গত ১৮ সেপ্টেম্বর ওই তিন নারী ভারতে অবৈধঅনুপ্রবেশের সময় বিএসএফ তাদের গ্রেফতার করে। পরে আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা তাদের বাড়িতে খোঁজ নেই। পরে নিশ্চিত হই তারা বাংলাদেশি। গতকাল শনিবার পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আমাদের নিকট হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অবৈধ অনুপ্রবেশের দায়ে আটককৃত তিন নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত