চৌদ্দগ্রামের শিবের বাজার এলাকা থেকে এক কোটি ২২ লাখ টাকার ভারতীয় বাজি ও চিংড়ি মাছের রেণু উদ্ধার করেছে বিজিবি

প্রেস বিজ্ঞপ্তি
আপডেট : ২৬ জুলাই ২০২৫, ১৫: ২৭
Thumbnail image

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় আজ সকালে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।

এ অভিযানে সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল কর্তৃক মালিক বিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণুসহ একটি ট্রাক আটক করা হয়। যার সর্বমোট মূল্য এক কোটি বাইশ লক্ষ দুই হাজার টাকা। উল্লেখ্য, জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত