ল্যাব টেকনিশিয়ানই করছিলেন সব কাজ, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৭ জুলাই ২০২৫, ১৫: ৪৯
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা প্রশাসনের অভিযানে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও অন্যটিকে জরিমানা করা হয়।

গতকাল বুধবার বিকেলে উপজেলার মুন্সিরহাট বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন।

জানা গেছে, উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের মুন্সিরহাট বাজারে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে কোনো ডাক্তার ছাড়াই শুধু মাত্র একজন ল্যাব টেকনেশিয়ান দিয়ে অভ্যর্থনা থেকে শুরু করে নমুনা সংগ্রহ, ল্যাব পরীক্ষা, রিপোর্ট প্রদানসহ সব কাজ একাই করছিলেন। এই অপরাধে ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে একই বাজারে অবস্থিত নেছারিয়া জেনারেল হাসপাতালকে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী। চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগীতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জামাল হোসেন বলেন, জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী বলেন, জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ইতোমধ্যে উপজেলার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার গুলোকে যথাযথ নিয়ম মেনে সেবা দেয়ার তাগাদা দেয়া হয়েছে। স্বাস্থ্যসেবা প্রদানের শর্তগুলো নিশ্চিতে এই অভিযান অব্যাহত থাকবে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত