চৌদ্দগ্রামে কৃতি ছাত্র-ছাত্রীদের ছাত্রশিবিরের সংবর্ধনা

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তসহ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দাওয়া সম্পাদক ও কুমিল্লা অঞ্চল তত্ত্বাবধায়ক মোজাফ্ফর হোসেন। প্রধান বক্তা ছিলেন সুপ্রীম কোর্টের আইনজীবি, মোটিভেশনাল স্পিকার আল মামুন রাসেল। বিশেষ বক্তা ছিলেন উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন। এ উপলক্ষে শনিবার আটগ্রাস্থ ডলি রির্সোটে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে ও উপজেলা উত্তরের সভাপতি নাসিম মিয়াজীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহিউদ্দিন রনি, সেক্রেটারী জাহিদুল ইসলাম চৌধুরী, জেলা অফিস সম্পাদক মোশারফ হোসেন, জেলা মাদরাসা সম্পাদক নুর উদ্দিন মাহবুব। অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন উপজেলা দক্ষিনের সভাপতি শরিফ উল্যাহ মিশাল, পৌর ছাত্রশিবিরে সভাপতি হোসাইন আহমেদ, সেক্রেটারী রিফাত সানি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গুণবতী আল ফারাবী হাইস্কুলের সিনিয়র শিক্ষক ছালেহ আহমেদ, সংবর্ধিত শিক্ষার্থীদের মধ্যে আরেফিন ইসলাম ও কাজী ফারহানা স্মৃতি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল, মাদরাসার কৃতি ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্দ।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত