ভারত আমাদের ওপর দুঃশাসন চাপিয়ে দিতে চায়: ডা. তাহের

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা: সৈয়দ আবদুল্লাহ মু. তাহের বলেছেন, জুলাই-আগস্ট আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছে। যদি কেউ এটা স্বীকার না করে, তাহলে জাতির সাথে বেঈমানী হবে। ভারত আমাদের উপর দু:শাসন চাপিয়ে দিতে চায়। এটা আমরা কখনো মেনে নেব না।

পিআর পদ্ধতি সম্পর্কে ডা. তাহের বলেন, সারা বিশ্বে পিআর পদ্ধতি জনপ্রিয়। এ পদ্ধতিতে সব ভোট মুল্যায়ন হবে। সুতরাং মৌলিক সংস্কার শেষে গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।

আজ শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নারায়নপুর কেন্দ্র নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মু. শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান, কেরানীগঞ্জ থানা জামায়াতের আমীর আবদুর রহিম, সাবেক চেয়ারম্যান মোস্তফা নুরুজ্জামান খোকন। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আবদুর রাজ্জাকের সভাপতিত্বে ও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আহসান উল্যাহর পরিচালনায় অন্যান্যের উপস্থিত ছিলেন জামায়াতের পৌরসভা আমীর মাওলানা ইব্রাহিম, উপজেলা সেক্রেটারী বেলাল হোসাইন, ঘোলপাশা ইউনিয়ন আমীর আবদুল কাদের, জামায়াতের আশরাফুল ইসলাম ইমরান, মাওলানা খোরশেদ আলম, মাস্টার আবদুল খালেক মজুমদার, মো. মহসিন, এডভোকেট তারেক, মাস্টার রেজাউল করিম, রবিউল হক ভুইয়া, ফয়সাল আহমেদ, মাওলানা আবুল খায়ের, আবদুল লতিফ, মাহবুবুল হক, মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ। এর আগে নেতাকর্মীরা মোটরসাইকেল বহর নিয়ে ডা. তাহেরকে সৈয়দপুর থেকে শোডাউনের মাধ্যমে অনুষ্ঠানস্থলে নিয়ে আসে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত