চৌদ্দগ্রামে পানিতে ডুবে ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে মরিয়ম আক্তার (৮) নামের দ্বিতীয় শ্রেণীর এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। সে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের খিরনশাল গ্রামের হাজী লোকমান হোসেনের কন্যা। আজ সোমবার দুপুরে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের বোন উম্মে সায়মা আক্তার নিপা।

নিহতের বোন জানায়, সকালে মায়ের কাছে মোবাইল চাইলে মা আগে পড়তে বসতে বলেন। এতে সে অভিমান করে ঘরের মূল ফটকের কলাপসিবল গেট ধরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তাকে গেটে না দেখে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে দুপুর বেলায় বাড়ির পাশের পুকুরে তার লাশ ভেসে উঠে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক রবিউল হাসান জানান, দুপুর পৌনে দুইটার দিকে স্বজনরা ৮ বছর বয়সী এক মেয়ে শিশুকে হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় হাসপাতালে আনার পূর্বেই তার মৃত্যু হয়েছে।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত