চৌদ্দগ্রামে সাপের কামড়ে যুবকের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১৫: ০৪
Thumbnail image

কুমিল্লার চৌদ্দগ্রামে কারেন জালে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে রিয়াজ হোসেন (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রিয়াজ হোসেন রাজবল্লভপুর গ্রামের বড় বাড়ির ইউছুপ মিয়া ছেলে। শনিবার রাতে গুনবতী ইউনিয়ন রাজবল্লভপুর গ্রামের উত্তর পাড়া বড় পাতর কৃষি জমিতে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন নিহতের ছোট ভাই রুবেল।

স্থানীয় সুত্র জানা যায়, রিয়াজ হোসেন গতকাল শনিবার বিকালে বাড়ির পাশে কৃষি জমিত কারেন জাল দিয়ে মাছ ধরতে যান। রাত ৮টার সময় বাড়িতে ফিরে না আসায় পরিবার লোকজন তাকে খুঁজতে থাকে। রাত সাড়ে ৯টায় কৃষি জমিতে পড়ে থাকতে দেখে লোকজন উদ্ধার করে গুনবতী বাজারে অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রুবেল জানান, আমার ভাবি রাত ৯টার সময় বলেন তোমার ভাই বিকালে জাল নিয়ে মাছ ধরতে গেছে ফিরে আসে নাই। তখন আমি বাড়ির পাশে গিয়ে দেখি কৃষি জমিতে আমার ভাই পড়ে আছে। সেখান থেকে উদ্ধার করে গুনবতী বাজারে অলি আহমেদ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সম্পর্কিত